সুন্নতে নববী’র যথাযথ অনুসরণ করুন : দেওবন্দের মুহতামিম
বিশ্ববিখ্যাত ইসলামী বিদ্যাপীঠ দারুল উলূম দেওবন্দের মুহতামিম হজরত মাওলানা মুফতী আবুল কাসেম নোমানী বলেছেন, সুন্নতে নববী’র যথাযথ অনুসরণ এবং নিয়তের পরিশুদ্ধি একজন মানুষকে দুনিয়া ও আখেরাতে সফলতার শিখরে পৌঁছে দিবে৷ হজরত সাহাবায়ে কেরাম নজিরবিহীন আত্মত্যাগ এবং রাসূলপ্রেমের মাধ্যমে মহান রাব্বুল আলামীনের সন্তুষ্টির স্বীকৃতি লাভে ধন্য হয়েছেন৷ তাদের মাধ্যমে তাবেয়ীন, তাবেতাবেয়ীন, আইম্মায়ে মুজতাহিদীন, মুহাদ্দিসীনদের অক্লান্ত মেহনতে ইলমে নববীর সুমহান ধারা এই যুগ পর্যন্ত এসে পৌঁছেছে৷ এবং শত প্রতিবন্ধকতা ও প্রতিকুলতার বেড়াজাল ডিঙ্গিয়ে কেয়ামত পর্যন্ত টিকে থাকবে ইনশাআল্লাহ৷
রোববার সকালে রাজধানীর জামিয়া আরাবিয়্যা দারুল ঊলুম নতুনবাগ মাদরাসায় দাওরায়ে হাদীসের ছাত্রদের পবিত্র বুখারী শরীফের দরস প্রদান শেষে সংক্ষিপ্ত বয়ানে তিনি একথা বলেন৷ তিনি তথাকথিত আহলে হাদীস এবং লা-মাযহাবী ফেৎনার ব্যাপারে ওলামায়ে কেরামকে সঠিক পদক্ষেপ গ্রহণের আহবান জানান৷
জামিয়া আরাবিয়্যা দারুল উলূম নতুনবাগের প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা গোলাম মহিউদ্দীন ইকরামের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়ার মাহফিলে আরও উপস্থিত ছিলেন হজরত মাওলানা আবদুর রব ইউসুফী, জামিয়া শারইয়্যা মালিবাগের শায়খুল হাদীস হজরত মাওলানা জাফর আহমদ , নতুনবাগ মাদরাসার শায়খুল হাদীস মুফতী শেখ মুজিবুর রহমান , মাওলানা নাসির উদ্দীন, মুফতী কামরুল হাসান, মুফতী নূরুজ্জামান, মাওলানা হেদায়েতুল ইসলাম, মুফতী জাকির হোসাইন খান, মুফতী মাহবুব আলম, মাওলানা ওয়ালী উল্লাহ আরমান, মুফতী রেজাউল করীম, মুফতী আম্মার বারকুটি, মুফতী আবু সাঈদ, মুফতী মাহবুবুর রহমান, মুফতী আতাউর রহমান খান, মাওলানা খাইরুল ইসলামসহ আরো অনেক ওলামায়ে কেরাম৷