মিশরে স্টেডিয়ামে দর্শক-পুলিশ সংঘর্ষে নিহত ২৪

Egyptমিশরে আবারো আক্রান্ত ফুটবল৷ আবারো লাশের মিছিল। তিন বছর আগে ঘটে যাওয়া ঘটনার পুনরাবৃত্তি হলো রোববার। এদিন মিশরের ফুটবলপ্রেমীরা খেলা দেখতে আসার আগে কল্পনাও করতে পারেননি যে এটাই তাদের জীবনের শেষ ম্যাচ হতে চলেছে৷
রোববার দেশটির এয়ার ডিফেন্স স্টেডিয়ামে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। খেলা দেখতে এসে প্রান হারালেন অত্যন্ত পক্ষে ২৫ জন৷ আহত হয়েছেন আরো বাইশ জন৷ তাদের অবস্থাও আশঙ্কাজনক।
জানা গেছে, জামালেকের খেলার কথা ছিল ইএনপিপিআই-এর সঙ্গে৷ জামালেক সমর্থকদের বিনা টিকিটে স্টেডিয়ামে ঢোকাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিবাদ৷ যার যেরে পদপিষ্ঠ হয়ে মৃত্যুমিছিল৷
সমর্থকদের ঢোকার জন্য স্টেডিয়ামে একটি ছোট গেটই খোলা রাখা হয়েছিল৷ যার ফলে হুরোহুড়ি শুরু হয়ে যায়৷ সেটা সামলাতে পুলিশের তরফে কাঁদানে গ্যাসও ছোঁড়া হয়৷ তখনই পুলিশের সঙ্গে শুরু হয়ে যায় সমর্থকদের ঝামেলা৷
অতীতেও জামালেক সমর্থকরা এ ধরণের হিংসাত্মক ঘটনা ঘটিয়েছে৷ তাই আগে থেকেই এদিন প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল৷ এই উগ্র সমর্থকরা ‘আল্ট্রা হোয়াইট নাইটস’ নামেও পরিচিত৷
আজ থেকে বছর তিনেক আগের ফেব্রুয়ারিতেই মিশরের পোর্ট স্টেডিয়ামে ঘটেছিল দেশের ফুটবল ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক ঘটনা। সেদিন দু’দলের সমর্থকদের বিবাদে বলি হয়েছিল ৭৪ জন৷ শতাধিক সমর্থক আহত হয়েছিলেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button