যুক্তরাষ্ট্রে স্লিপিং ব্যাগে রাত কাটায় লাখো মানুষ
বিশ্ব অর্থনীতির সবচেয়ে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্র। তবে আলোর নিচে যেমন থাকে অন্ধকার ঠিক তেমনি ধনী এই দেশে ঘরহীন মানুষের সংখ্যা প্রায় ৩৫ লাখ।
থাকার জায়গার অভাবে পথেই আপন নীড় বানিয়েছেন তারা। বিল গেটস, ওয়ারেন বাফেট আর মার্ক জাকারবার্গদের মতো বিজনেস ম্যাগনেটদের দেশ যুক্তরাষ্ট্র।
যাদের সম্পদের পরিমাণ আকাচুম্বী। তবে তাদের দেশেও এভাবেই রাস্তায় স্লিপিং ব্যাগে রাত কাটায় লাখো মানুষ। বৃটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, শুধু রাজধানী ওয়াশিংটনেই ঘরহীন মানুষের সংখ্যা চার হাজার।
এমনই একটি পরিবার ক্রিস্টাল এবং এ্যান্টনি হোয়াইটের। চাকরী যাওয়ার পর নিরুপায় হয়ে দুই শিশুকে নিয়ে আশ্রয় নিয়েছেন ঘরহীনদের আশ্রয়কেন্দ্রে। আমি মানুষের চোখের দিকে তাকিয়ে কথা বলি না। কারণ আমি এমন একজন বাবা যে তার নিজের বাচ্চাদের জন্য আয় করতে পারে না।
পরিসংখ্যান বলছে, শুধু ওয়াশিংটন নয় পুরো যুক্তরাষ্ট্রে ঘরহীন মানুষের সংখ্যা ৩৫ লাখের মতো। যাদের ২৫ শতাংশই শিশু। দেশের অন্য শহরগুলোতে কি হচ্ছে তার একটি উদাহরণ ওয়াশিংটন। এই শহরে আকাশ ছোয়া অনেক ভবন তো রয়েছে তবে নিম্ন আয়ের মানুষদের থাকার কোন জায়গা নেই।