মানুষ হত্যার রাজনীতি বন্ধ করুন : লন্ডনে প্রতিবাদ সমাবেশে বক্তারা
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের লাগাতার আন্দোলন কর্মসূচিতে নির্বিচারে পেট্রল বোমা ছুঁড়ে সাধারণ মানুষ হত্যার প্রতিবাদে সোমবার আয়োজিত এক সমাবেশে বক্তারা অবিলম্বে এই সন্ত্রাসের রাজনীতি বন্ধের আহ্বান জানিয়েছেন।
তারা বলেছেন, বাংলাদেশে বসবাসরত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন কিংবা বন্ধুবান্ধব সকলের জানমালের চিন্তায় আমরা ক্লান্ত হয়ে পড়েছি।
উপস্থিত সকলে ক্ষোভের পাশাপাশি নিরুপায় আতঙ্কের কথা উল্লেখ করে বলেন, কী বিভৎস! জ্যান্ত মানুষ পুড়িয়ে মারা হচ্ছে। এ কেমন রাজনীতি? ক্ষমতার লোভ এতো নীচ-জঘণ্য হতে পারে তার উদাহরণ আজ বাংলাদেশ। আমরা কত কষ্ট করে দুই পয়সা রোজগার করে দেশে পাঠাচ্ছি পরিবার পরিজনের সুখের কথা চিন্তা করে। আজ তাদেরকে পেট্রোল বোমায় পুড়িয়ে মারা হচ্ছে। দেশের অর্থনীতি উন্নয়নের অন্যতম দাবিদার ৯৭ লাখ প্রবাসী। আজ যে যেখানে আছেন সকলেই আতঙ্কিত! ব্যবসা-বাণিজ্য, শিল্প-কারখানা, শ্রম বাজার, আমদানি-রপ্তানিসহ পুরো অর্থনীতি অধগতির মুখে পড়েছে।
বক্তরা ২০ দলীয় জোটের প্রতি প্রশ্ন করে বলেন, আপনারা ক্ষমতায় এসে কী করবেন? কাদের উন্নতি করবেন? মানুষের না কি নিজেদের? যদি মানুষের উন্নয়ন করতে চান তাহলে মানুষ পুড়িয়ে মারছেন কেন? এর আগেও বহু আন্দোলন এদেশে হয়েছে। কিন্তু এই ধরনের আত্মঘাতি হন্তারকের ভূমিকায় কেউ নামেনি!
লন্ডন প্রবাসীদের সংগঠন ‘ইউকে অলপার্টি অ্যালায়েন্স অ্যাগেইন্সট ভায়োলেন্স অ্যান্ড টেরোরিজম ইন বাংলাদেশ’ এর ব্যানারে সোমবার বিকেলে পূর্ব লন্ডনের আলতাব আলি পার্কে এ সমাবেশ আয়োজন করা হয়। যুক্তরাজ্য আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের নেতৃত্বে যুক্তরাজ্য আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, প্রজন্ম ৭১, যুক্তরাজ্য জাসদ, বাসদ, ওয়ার্কাস পার্টি, সাম্যবাদী দল, উদিচি, নিরাপদ সড়ক চাই যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি রাজনৈতিক, সামাজি, সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়।
এ সময়ে তারা সন্ত্রাস, পেট্রল বোমা হামলা চালিয়ে নিরিহ মানুষ হত্যার বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান লেখা ব্যারার ও প্লাকার্ড প্রদর্শন করে। আওয়ামী লীগ নেতা সৈয়দ সাজিদুর রহমান বলেন, সন্ত্রাসী যে দলেরই হোক তাকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। তিনি বলেন জামায়াত-বিএনপি যে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে তার সঙ্গে আর্ন্তজাতিক চক্রান্ত জড়িত।
সমাবেশে বক্তব্য রাখেন, জাসদের সভাপতি এডভোকেট হারুনুর রশিদ, বাসদের আহবায়ক গয়াছুর রহমান, ওয়ার্কাস পার্টির সভাপতি সাংবাদিক ইসহাক কাজল, ন্যাপের সভাপতি আজিজুর রহমান, ঘাতক দালাল নির্মুল কমিটির পুষ্পিতা গুপ্তা, স্বেচাসেবক লীগের সভাপতি সাদ আহমদ সাদ, প্রজন্ম একাত্তরের বাবুল হোসেন, ইউকে যুবলীগের ফখরুল ইসলাম মধূ, আইনজীব পরিষদের ব্যারিষ্টার শওকত আনোয়ার, যুবমহিলা লীগের ইয়াসমিন আক্তার পলিন, মহিলালীগের হুসনেয়ারা মতিন ও খালেদা কোরেশী, ইউকে আওয়ামীলীগের সামসুদ্দিন মাষ্টার, মারুফ চৌধুরী, আব্দুল আহাদ চৌধুরী, সাংস্কৃতিক কর্মী শুসান্ত দাস গুপ্ত প্রমুখ।