ফেসবুকে দামি অলংকারের ছবি, অতঃপর বাড়িতে ডাকাতের হানা
সামাজিক যোগাযোগমাধ্যম থেকে তথ্য সংগ্রহ করে চুরি-ডাকাতির ঘটনা ঘটতে শুরু করেছে। বিশেষ করে যারা ফেসবুক বা ইনস্টাগ্রাম-এ বংশানুক্রমে প্রাপ্ত অলংকার, হীরা বা স্বর্ণের ছবি দেন, তারা চোর-ডাকাতের চোখে পড়তে পারেন। আমেরিকার ফিলাডেফিয়ায় এমন এক ঘটনা ঘটেও গেছে।
ফেসবুকে এবং ইনস্টাগ্রামে ফিলাডেফিয়ার বাসিন্দা ১৯ বছরের তরুণ বেশ দামি কয়েকটি জিনিসের ছবি দেন। এগুলো তিনি বংশানুক্রমে পেয়েছেন। গত রবিবার তার বাড়িতে তিনজন মানুষ হানা দেয়। তাদের চেহারা মুখোশে ঢাকা ছিলো। তারা পোস্ট করা ওই নির্দিষ্ট জিনিসগুলো দিয়ে দিতে বলে।
পরে পুলিশকে ওই তরুণ জানান, ডাকাতরা রোলেক্সের একটি দামি হাতঘড়ি, দুটো স্বর্ণের চেইন এবং মোবাইল নিয়ে পালিয়ে যায়। তারা বাড়ির কাউকে আঘাত করেনি। পুলিশ জানায়, সোশাল মিডিয়ায় অনেকেই নিজের দামি জিনিসের পোস্ট দিয়ে থাকেন। এগুলো দেখেই অপরাধীরা ডাকাতির পরিকল্পনা করে। হাফিংটন পোস্ট