আগুনে পুড়ে সব হারালেন ২৭ প্রবাসী
লেবাননের দাউরা সিটির সালোমি এলাকায় এক কাঠ ফ্যাক্টরিতে আগুনে পুড়ে সব হারিয়েছেন ২৭ জন বাংলাদেশি শ্রমিক। গত মঙ্গলবার দুপুর ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
শ্রমিকরা জানান, প্রত্যেক দিনের ন্যায় সেদিনও তারা কাজে যায়। বাংলাদেশিসহ লেবাননি ও ফিলিস্তিনি কিছু শ্রমিকও তাদের সঙ্গে কাজ করতেন।
মঙ্গলবার হঠাৎ করে ইলেকট্রিক শর্ট সার্কিটের আগুন লেগে যায়। সাথে সাথে ফ্যাক্টরি জুড়ে দ্রুত তা ছড়িয়ে পড়ে। ইমারজেন্সি দরজা দিয়ে সকল শ্রমিক বেরিয়ে গেলেও ফিলিস্তিনি এক শ্রমিক আগুনে দগ্ধ হয়ে মারা যান। লেবননের দমকল বাহিনী দীর্ঘ সময় চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়।
সেখানে বাংলাদেশি ২৭ জন শ্রমিক ছিলেন, তাদের কোন শরীরিক ক্ষতি না হলেও সব হারিয়ে তারা নিঃস্ব। তারা বলেন, ফ্যাক্টরির নিচতলায় ছিল তাদের বাসস্থান। সর্বনাশা আগুনে খাক করে ফেলে তাদের জামা কাপড়, টাকা পয়সা সব। রাস্তায় নেমে আসে তারা।
তাদের অভিযোগ লেবাননে বেশ কিছু সামাজিক সংগঠন আছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় কোন সংগঠন তাদের খোঁজ নেয়নি। এমনকি বাংলাদেশ দূতাবাসের কোন কর্মকর্তা ফোন করে এই অসহায়দের খবর পর্যন্ত নেয়নি।
অবশ্য রোববার খবর পেয়ে অসহায়দের সহানুভূতি জানাতে ছুটে আসে লেবননের সামাজিক সংগঠন বাংলাদেশ বৈরুত অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল করিমের নেতৃত্বে বৈরুতে আইনার রোমানি এলাকার বাংলাদেশি সাধারণ শ্রমিকগণ। তাদেরকে চাল ও কিছু আর্থিক সহযোগিতাও করেন।
ক্ষয় ক্ষতির পরিমাণ জানতে চাইলে তারা জানান, তাদের প্রায় বিশ হাজার আমেরিকান ডলার আগুনে পুড়ে যায়। সেই সাথে জামা কাপড়, টিভি, ফ্রিজ ও খাবার সবই পুড়ে যায়।
তারা সর্বস্তরের বাংলাদেশিদের দোয়া চেয়েছেন এবং লেবাননন্থ সকল বাংলাদেশি ভাই বোনদের সহযোগিতাও কামনা করেন এবং বাংলাদেশ দূতাবাসকে তাদের পাশে দাঁড়াবার আহ্বান জানান।