নরউইচ মসজিদে হামলায় মুসলমানরা আতঙ্কিত

Norwichবৃটিশ সেন্ট্রাল কাউন্টি নোরফোকের নরউইচ নগরীর একটি মসজিদের উপর গত শনিবার ধ্বংসযজ্ঞতা চালানো হয়। এতে মুসলিম সম্প্রদায়ের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তারা দৃঢ়ভাবে নিন্দা জানিয়েছেন। হামলার সময় মসজিদে অবস্থানকারী রশিদ ইভিপি জানান, যখন আমি গ্লাস চুরমান করার শব্দ শুনি তখন আমি মনে করলাম আমরা হামলার শিকার। শান্তির স্থানে ভীত অনুভব করে এটা আমার ভাল লাগেনি।
গত শনিবার ভোর সাড়ে ৬টায় চ্যাপেল ফিল্ড ইস্ট এ নরউইচ ইহসান মসজিদে হামলা করা হয়। মসজিদ বোর্ড জানায় হামলায় মসজিদের ১১টি জানালার গ্লাস ভাংচুর করা হয়। নতুন গ্লাস লাগাতে প্রয়োজন হাজার হাজার পাউন্ড।
প্যারিস হামলার প্রায় এক মাস পর এই হামলার ঘটনা ঘটলো। এই হামলার ফলে নরউইচ মুসলিম সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। মুসলিম সম্প্রদায় সেখানে কয়েকদশক ধরে শান্তির সঙ্গে বসবাস করছিলেন।
রশিদ আরো জানান, গত শনিবারের হামলা হচ্ছে ইহসান মসজিদে প্রথমবারের মত হামলার ঘটনা। এই ঘটনায় আশ্চর্য হবার কিছু নেই। এই হামলা আমাদের বিরুদ্ধে সুচিন্তিতভাবে। প্যারিস হামলায় মুসলিমসহ ১৭ জন নিহত হবার পর ইউরোপে মুসলিমরা ক্রমবর্ধমান তিক্ততা মোকাবিলা করছেন। এরপর কয়েকটি দেশে মুসলিমদের বিরুদ্ধে হামলার ঘটনা ঘটেছে।
গত শনিবারের নরউইচ মসজিদের বিরুদ্ধে হামলার ঘটনা বাসিন্দাদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া এসেছে। অনেকেই এটাকে ভয়ঙ্কর বলে নিন্দা করেছেন। ফেইস বুকে একজন লিখেছেন ভয়ঙ্কর খবর ভয়ঙ্করই। ইশার মসজিদে আমার বহুবন্ধু রয়েছে এবং বহু সময় ধরেই তারা শান্তিপূর্ণ সম্প্রদায় হিসেবেই বসবাস করছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button