নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প
নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপে দু’দফায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার স্থানীয় সময় বেলা আড়াইটার দিকে এ ভূমিকম্প হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নিউজিল্যান্ডের দক্ষিনাঞ্চলের দ্বীপ শহর সেডনের পাঁচ কিলোমিটার পূর্বে। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, প্রথম দফায় ৬.৫ মাত্রা এবং এর কিছুক্ষণ পরই ৫.৭ মাত্রার আরেকটি ভ্থমিকম্প অনুভূত হয়।
দুই দফায় ভূমিকম্প হলেও তাতে বড় ধরনের কোনো বিপর্যয় ঘটেনি। তবে ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছে সেডন শহরে কয়েকটি রাস্তায় ফাটল দেখা দিয়েছে।
এছাড়া নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনেও এই ভূমিকম্প অনুভূত হয়। প্রথম দফায় ভূমিকম্প হওয়ার পর রাজধানী ওয়েলিংটনের বিভিন্ন ভবন থেকে মানুষ রাস্তায় নেমে আসে।