ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে যুক্তরাজ্য বিএনপির বিক্ষোভ

UK BNPবাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনা ও বিরোধী দলীয় নেতাকর্মীদের গুম, হত্যা বন্ধে আন্তর্জাতিক সহায়তা কামনা করে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে যুক্তরাজ্য বিএনপির বিক্ষোভ সমাবেশ করেছে। মঙ্গলবার ১০ ফেব্রুয়ারী বিক্ষোভ সমাবেশে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে শত শত নেতাকর্মী অংশনেন। এতে শেখ হাসিনা সরকারের পদত্যাগ ও নির্দলীয়-নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের দাবিতে চলমান অবরোধ ও হরতালে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গণগ্রেফতার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক গুমের ঘটনা, গুপ্তহত্যা, সারাদেশে সরকারদলীয় সন্ত্রাসীদের তান্ডব, বিরোধী নেতাকর্মী আটক করে থানায় নিয়ে পায়ে গুলি করে চিরতরে পগু করে দেয়া এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সমাবেশ শেষে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ ডাউনিং স্ট্রিটে যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে স্বারক লিপি প্রদান করা হয়।
যুক্তরাজ্য বিএনপির সভাপতি শায়স্তা চৌধুরী কুদ্দুছের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ এর পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, সাবেক আহবায়ক এম এ মালেক, সাবেক সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এম এ সালাম, যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল হামিদ চৌধুরী, সহ সভাপতি আবুল কালাম আজাদ, আলহাজ্ব তৈমুছ আলী, তাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক নাসিম আহমদ চৌধুরী, এডভোকে তাহির রায়হান চৌধুরী পাবেল, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সেলিম, যুবদলের আহবায়ক দেওয়ান মোকাদ্দেম চৌধুরী নিয়াজ, যুবদল নেতা আব্দুল বাছিত বাদশা, আফজাল হোসেন, বখতিয়ার খান, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নাসির হোসেন শাহিন, সদস্য সচিব আবুল হোসেন, আইনজীবি ফোরাম নেতা ব্যারিষ্টার তমিজ উদ্দিন, লিটন আফেন্দি, কেন্দ্রীয় জিয়া পরিষদের আন্তর্জাতিক সম্পাদক এম এ জলিল খান প্রমুখ।
সভায় নেতৃবৃন্দ দেশের বর্তমান পরিস্থিতিতে গভীর উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করে বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতি-উৎসাহী সদস্য যারা প্ররোচিত করে অথবা সরাসরি গুলি করে নিরীহ, শান্তিপ্রিয় মানুষ হত্যা লিপ্ত তাদের আইনের আওতায় এনে বিচারের সম্মুখিন করতে হবে।
তারা বলেন, অবৈধ, জনবিচ্ছিন্ন সরকারের পাশে দলীয় সন্ত্রাসী ও রাষ্ট্রীয় বাহীনি ছাড়া আর কেউ নেই। আন্দোলন দমনের নামে আওয়ামী লীগ এখন জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।
প্রতিদিন রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে বিরোধী দলের নেতাকর্মীদের উপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে হত্যাযজ্ঞ চালিয়ে যেখানে সেখানে লাশ ফেলে রাখছে। বাসা-বাড়ি, কর্মস্থল কিংবা রাস্তা থেকে গ্রেফতারের পর রিমান্ডের নামে চালানো হচ্ছে নির্মম নির্যাতন। রেহাই পাচ্ছে না সাধারন মানুষও। নেতৃবৃন্দ আন্তর্জাতিক সহায়তা কামনা করেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button