নারী ও শিশুদের অধিকার রক্ষায় লড়বেন অ্যাঞ্জেলিনা জোলি
নারী নির্যাতনের বিরুদ্ধে বিশ্বের সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। নারী নির্যাতনের বিরুদ্ধে যুদ্ধ করারও ঘোষণা দেন তিনি।
নারী নির্যাতন প্রতিরোধ ও শিশুদের অধিকার রক্ষায় ২০১২ সালে একটি সাহায্য সংস্থা প্রতিষ্ঠা করেন জোলি। বিভিন্ন দেশে ওই সংস্থার কার্যক্রমও চলছে। এবার লন্ডনের একটি বিশ্ববিদ্যালয়ে নারী নির্যাতন প্রতিরোধে একটি গবেষণা প্রকল্প পরিচালনা করছেন ৩৬ বছর বয়স্ক জোলি।
মঙ্গলবার ওই প্রকল্পের উদ্বোধনীতে জোলি বলেন, যুদ্ধ-প্রবণ এলাকাতে নারীদের সুরক্ষা দিতে কাজ করবে এই গবেষণা প্রকল্প। এ সময় যৌন হয়রানিসহ নারী নির্যাতন প্রতিরোধে সবাই এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এ সময় সেখানে উপস্থিত ছিলেন তার স্বামী ব্রাড পিট ও যুক্তরাজ্যের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ।