অর্থপাচার তদন্ত : কেন্দ্রীয় ব্যাংকে এইচএসবিসি কর্মকর্তারা
বাংলাদেশ থেকে অর্থ পাচার নিয়ে বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের সত্যতা যাচাইয়ে প্রাথমিক আলোচনার জন্য বাংলাদেশ ব্যাংকের ডাকে দেখা করতে গেছেন এইচএসবিসি ব্যাংকের কর্মকর্তারা।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান সাংবাদিকদের জানান, সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠান হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশনের মাধ্যমে দেশের বাইরে অর্থ পাচার হচ্ছে।
ঘটনাটি জানতে ব্যাংকটির কর্মকর্তাদের আসতে অনুরোধ করেছিল কেন্দ্রীয় ব্যাংক।
সম্প্রতি যুক্তরাজ্যের বিবিসি প্যানোরমা, দ্য গার্ডিয়ান, ফরাসি পত্রিকা ল্য মঁদ, ওয়াশিংটন-ভিত্তিক ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টের সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন অর্থ পাচারের এসব তথ্য নিয়ে প্রতিবেদন প্রকাশ করে।
এতে বলা হয়, এইচএসবিসির মাধ্যমে ১৬ জন গ্রাহক বাংলাদেশ থেকে এক কোটি ৩০ লাখ ডলার পাচার হয়েছে।