আয়ারল্যান্ডের কাছে হার বাংলাদেশের
বিশ্বকাপের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের কাছে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ। বাংলাদেশের ১৮৯ রানের জবাবে ৪৫ ওভার ৫ বলে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় আয়ারল্যান্ড।
বৃহস্পতিবার সিডনির ব্ল্যাকটাউন অলিম্পিক পার্ক ওভালে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। ৪৮ ওভার ২ বলে ১৮৯ রানে অলআউট হয়ে যান তারা। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করেন সৌম্য সরকার (৪৫)। মুশফিক করেছেন ৩৪ রান ও এনামুল ২৫ রান। এছাড়া দুই অংকের ঘরে পৌঁছেছেন মাশরাফি (২২) ও সাব্বির (২০)। তামিম ৪, মুমিনুল ৮, সাকিব ৮, নাসির ৬ রান করেছেন। তাইজুল ও তাসকিন দুজনই শূন্য রানে আউট হয়েছেন। অন্যদিকে অতিরিক্ত খাত থেকে এসেছে ২৫ রান। আয়ারল্যান্ডের পক্ষে মুনি ও সোরেনসেন দুইজনই তিনটি করে উইকেট নিয়েছেন।
১৯০ রানের টার্গেটে ব্যাট করতে নামে আয়ারল্যান্ড। পোর্টারফিল্ড (২৪), জয়েস (৪৭), বলব্রিনে (৬৩) ও ওবরিনের (২৩) রানে জয়ের পথে এগিয়ে যায় আয়ারল্যান্ড।
বাংলাদেশের পক্ষে দুইটি উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। একটি করে উইকেট নেন নাসির হোসেন, সাকিব আল হাসান, আল-আমিন হোসেন ও তাসকিন আহমেদ।