ইউক্রেনে যুদ্ধ বিরতিতে মতৈক্য
পূর্ব ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় বিশ্ব নেতারা একমত হয়েছেন। ব্রাসেলসে দীর্ঘ আলোচনার পর বেলারুশের রাজধানী মিনস্কে যুদ্ধ বিরতির ব্যাপারে বিবাদমান দুই পক্ষকেই একটি চুক্তিতে উপনীত করা হয়েছে। রাশিয়া, ইউক্রেন, জার্মানি এবং ফ্রান্সের নেতারা এক যৌথ বিবৃতিতে জানিয়েছে ১৫ ফেব্রুয়ারি থেকে যুদ্ধ বিরতি কার্যকর হবে।
চুক্তি অনুযায়ী দুপক্ষই পূর্ব ইউক্রেন থেকে ভারী অস্ত্র প্রত্যাহার করে নেবে। রুশপন্থী বিদ্রোহীরা চুক্তিতে সই করেছে। গত এক বছরে দুই পক্ষের সংঘাতে এখন পর্যন্ত হাজারের ওপর মানুষ নিহত হয়েছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ জানিয়েছেন, তিনি এবং জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল ইউরোপিয় ইউনিয়নের অপর সদস্য রাষ্ট্রগুলোকে চুক্তিটি সমর্থনের আহ্বান জানাবেন।