ইংল্যান্ড-ওয়েলসে মুসলিম শিক্ষার্থীর সংখ্যা বেড়ে দ্বিগুণ
২০০১ সালের পর থেকে ইংল্যান্ড ও ওয়েলসে মুসলিম শিশু শিক্ষার্থীর সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে। ২০০১ সালে টুইন টাওয়ারে হামলার পর বিশ্বব্যাপী, বিশেষ করে পাশ্চাত্য দুনিয়ায় ইসলাম বিরোধী প্রচারণা জোরদার হওয়ার প্রেক্ষাপটে এই তথ্য উৎসাহব্যঞ্জক। বিবিসি জানায়, ২০০১ সালের পরিসংখ্যান অনুসারে ১২ জন শিক্ষার্থীর মধ্যে মুসলিম ছিল মাত্র ১ জন। কিন্তু দশ বছরে যুক্তরাজ্যে মুসলিমের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে গেছে।
২০০১ সালে মুসলমানের সংখ্যা ছিল ১৫ লাখ ৫০ হাজার। ২০১১ সালে তা বেড়ে দাঁড়ায় ২৭ লাখে। ব্রিটিশ মুসলমানের অর্ধেকেরও কম ব্রিটেনে জন্মগ্রহণ করেছেন। তবে তাদের ৭৩ শতাংশই নিজেদের ব্রিটিশ বলেই পরিচয় দেয়।
আদমশুমারিতে দেখা যায়, ২০০১ সালের পর ব্রিটেনে মুসলমানের সংখ্যা দ্রুত বেড়েছে। এর মধ্যে এক তৃতীয়াংশই ১৫ বছরের নীচে।
প্রতিবেদনে বলা হয়েছে, মুসলমানদের ৪৬ শতাংশ সুবিধাবঞ্চিত এলাকায় বাস করে। এই সংখ্যা বেড়েছে। শিক্ষায় তুলনামূলক ভালো করছেন মুসলিম সম্প্রদায়ের লোকজন। তবে শিখ ও হিন্দুদের তুলনায় পিছিয়ে তারা। ১৬-২৪ বছর বয়সী মোট ব্রিটিশ নারীদের প্রায় অর্ধেক কর্মজীবী হলেও মুসলিমদের মধ্যে এই সংখ্যা ২৯%। অন্যদিকে ২৫-৪৯ বছর বয়সী নারীদের প্রায় ৮০ শতাংশ চাকুরীজীবী হলেও মুসলিমদের মধ্যে এই হার ৫৭%।