‘আর কেউ হরতাল করলে তাদের বাড়িতে ঢুকে হত্যা করতে হবে’
বিএনপি-জামায়াতের হরতালে দলীয় নেতাকর্মীদের তৎপরতা না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুল লতিফ সিদ্দিকী। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে সরকারের এ মন্ত্রী বলেন, আদালতের রায়ের বিরুদ্ধে জামায়াত হরতাল করে। আর রাস্তায় শুধু পুলিশ থাকে। আমাদের নেতাকর্মীরা নেতার হুকুমের অপেক্ষায় বসে থাকে। আমি বলছি এটিই আমার শেষ বক্তৃতা। আর কেউ হরতাল করলে তাদের বাড়িতে ঢুকে হত্যা করতে হবে। শুক্রবার বিকালে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তজর্তাকি সম্মেলন কেন্দ্রে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হরতাল আহবানকারীদের অপশক্তি উল্লেখ করে লতিফ সিদ্দিকী দলীয় সভানেত্রীর উদ্দেশ্যে বলেন, এইসব অপশক্তিকে শক্ত হাতে দমন করতে না পারলে আমি বিদ্রোহ করবো। তিনি নিজের গায়ে লাল পাঞ্জাবি ও সাদা কোট দেখিয়ে বলেন, এই সাদা হলো শান্তির প্রতীক আর লাল হলো বিদ্রোহের প্রতীক। আমাদের দুটিই জানা আছে।