তিন মুসলিম হত্যাকাণ্ডে ওবামার নিন্দায় এরদোগান
যুক্তরাষ্ট্রে তিন মুসলিম হত্যাকাণ্ডের ঘটনায় নীরব ভূমিকার জন্য প্রেসিডেন্ট ওবামা, পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি তীব্র নিন্দা জানালেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
মেক্সিকো সফরকালে তিনি নর্থ ক্যারোলিনার চ্যাপেল হিলে তিন মুসলিম ছাত্রছাত্রী হত্যার ঘটনায় কোনো মন্তব্য না করায় বারাক ওবামার সমালোচনা করেন এবং এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
তিনি বলেন, এই রকম একটি ঘটনা দেখেও যদি আপনারা নীরব থাকেন আর এই ব্যাপারে কোনো মন্তব্য না করেন, তাহলে পুরো বিশ্বই আপনাদের ব্যাপারে নীরব থাকবে।
এরদোগান বলেন, ‘রাজনীতিক হিসেবে আমরা আমাদের দেশে যাই ঘটুক না কেন তার জন্য দায়ী এবং আমাদেরকে অবস্থান ব্যাখ্যা করতে হবে।’
মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েটো এ সময় এরদোগানের পাশেই ছিলেন।
এদিকে বৃহস্পতিবার নর্থ ক্যারোলিনার চ্যাপেল হিলে নিহত ছাত্রদের জানাজা অনুষ্ঠিত হয়েছে এবং তাতে ৫০০০ এর অধিক লোক অংশগ্রহণ করে।
এই সময় নিহতদের আত্মীয়স্বজন তাদের জন্য দোয়া করতে করতে কান্নায় ভেঙে পড়লে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।
অপরদিকে এই ঘটনায় পুলিশ ক্রেইগ হিকস নামে এক বন্দুকধারীকে গ্রেপ্তার করেছে। তাকে পুলিশ হেফাযতে রেখেই তদন্ত কাজ পরিচালনা করছে পুলিশ।
পুলিশের প্রাথমিক তদন্ত মতে, পার্কিং স্পেসে গাড়ি পার্কিংয়ের জের ধরে ক্রেইগ তাদেরকে গুলি করে হত্যা করে।
কিন্তু নিহতদের পরিবারের লোকজনের দাবি, এটা একটা ‘হেট ক্রাইম’ বা বিদ্বেষমূলক অপরাধ এবং ধর্মীয় বিশ্বাসের কারণেই তাদেরকে হত্যা করা হয়েছে।
তবে নর্থ ক্যারোলিনার এক জেলা আইনজীবী বুধবার বলেন, এমন কোনো প্রমাণ নেই যে নিহত দিয়া শ্যাডি বারাকাত, তার স্ত্রী ইউসর মোহাম্মদ ও তার বোন রেজনকে তাদের ধর্মীয় বিশ্বাসের কারণে হত্যা করা হয়েছে।
স্থানীয় পুলিশ প্রধান বলেছেন, এটা কোনো বিদ্বেষমূলক হত্যাকাণ্ড কিনা তাসহ ঘটনার প্রত্যেকটা দিক তদন্ত করে দেখবে তার বাহিনী।