ব্রিটেনে ৪০ শতাংশ স্কুল ছাত্রী যৌন হয়রানী শিকার
ব্রিটেনের স্কুলগুলোতে ছাত্রীদের প্রতি আশঙ্কাজনকভাবে যৌন হয়রানীর মাত্রা বাড়ছে। প্রতি ১০ জনের মধ্যে ৪ জন ছাত্রী তাদের সহপাঠি ছাত্রদের দ্বারা জোরপূর্বক যৌন হয়রানীর শিকার হন বলে জানা গেছে। দ্যা ন্যাশনাল সোসাইটি ফর দ্যা প্রিভেনশন অব ক্র্যুয়েলটি টু চিলড্রেন সংক্ষেপে এনএসপিসিসি উদ্যোগে ইউনির্ভাসিটি অব ব্রিস্টল এন্ড সেন্ট্রাল ল্যাঙ্কাশায়ার পরিচালিত এক জরিপে এ তথ্য বের হয়ে এসেছে।
জরিপে বলা হয়েছে, ১৩ থেকে ১৭ বছর বয়সী ব্রিটেনের প্রায় ৪০ শতাংশ স্কুলছাত্রীকে জোরপূর্বক যৌন কার্যক্রমে বাধ্য করা হয়। এর মধ্যে কাউকে কাউকে যৌন সম্পর্ক স্থাপনে বাধ্য করা হয়। যা মাঝে মধ্যে র্যাপ হিসাবে রিপোর্ট করা হয়। এছাড়াও অনেক ছাত্রীকে শারিরীকভাবে আক্রমনের চেষ্টার পাশাপাশি আবেগ বা ইমোশনাললিও এবিউজ করা হয় বলে জরিপে বের হয়ে এসেছে।
জরিপে দেখা গেছে, ইংল্যান্ডের বেশিরভাগ স্কুলছাত্র নিয়মিত পর্নোগ্রাফি দেখে থাকে। আর এর ফলে প্রতি ৫ জনের মধ্যে ১ জন ছাত্রের মনে মহিলা বা সহপাঠি ছাত্রীর প্রতি খারাপ ধারণার জন্ম নেয়। এসব কারণে প্রায় ২২ শতাংশ স্কুলছাত্রী তাদের বয়ফ্রেন্ড দ্বারা কিল, ঘুষি এবং থাপ্পরসহ বিভিন্নভাবে লাঞ্চিত হয়ে থাকে বলে জানিয়েছেন জরিপ পরিচালিনাকারী গবেষকরা।
এনএসপিসিসি স্কুলছাত্রীদের উপর এ জরিপটি একযোগে নরওয়ে, ইতালি, বুলগেরিয়া এবং সাইপ্রাসে চালিয়েছে। স্কুলছাত্রীদের যৌন হয়রানীর ঘটনাটি পুরো ইউপোরজুরে একটি গুরুত্বপূর্ণ ঘটনা বলে মনে করছে এনএসপিসিসি। স্কুলগুলোতে একে অন্যের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে বিশেষ শিক্ষা ব্যবস্থা চালু করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে এনএসপিসিসি।