এন এইচ এসের সতর্কতা : বুকজ্বালায় ক্যানসারের ঝুঁকি
তিন সপ্তাহ বা তার বেশি দিনের অধিকাংশ সময় বুকজ্বালা (হার্টবার্ণ) ক্যান্সারের লক্ষণ হতে পারে বলে সতর্ক করেছে এনএইচএস। বিশেষ করে বাংলাদেশি এবং দক্ষিণ এশিয়ার লোকদের মধ্যে মসলাজাতীয় খাবারের অভ্যাস থাকার কারণে তাদের মধ্যে বুক জ্বালার বিষয়টিকে উপেক্ষা করার প্রবণতা বেশি বলে এনএইচএসের গবেষণায় উঠে এসেছে। এ কারণে বুক জ্বালার বিষয়ে বাংলাদেশি এবং দক্ষিণ এশিয়ার কমিউনিটিগুলোর মধ্যে এ বিষয়ে বাড়তি সচেতনতা জরুরি উল্লেখ করে এনএইচএসের পক্ষ থেকে বলা হয়েছে, তিন সপ্তাহ বা এর বেশি সময় যদি কারো বুক জ্বালার ঘটনা ঘটে তাহলে তাদের দ্রুত জিপির কাছে যাওয়া উচিত।
এনএইচএসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পাকস্থলিতে ক্যান্সারের উপসর্গ দেখা দিলে মানুষের বুক জ্বালাপোড়া করতে পারে। এক্ষেত্রে যত দ্রুত ডাক্তারের শরণাপন্ন হওয়া যাবে তত বেশি এ রোগ থেকে মুক্ত হওয়ার সম্ভাবনা বাড়ে। এ কারণে বুক জ্বালাপোড়া করা মাত্রই ডাক্তারের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছে এনএইচএস। আপার জিআই সার্ভিসের প্রধান এবং কনসালটেন্ট সার্জন প্রফেসর মন্তজার মুগল বলেন, দক্ষিণ এশিয়ান কমিউনিটি বেশি মাত্রা মসলাজাতীয় খাবার খায়। এর ফলে এসব মানুষদের মধ্যে মসলার কারণে বুক জ্বালাপোড়া করছে এমনটি ভাবার প্রবণতা বেশি। এ কারণে দক্ষিণ এশিয়ান দেশগুলো থেকে আসা মানুষরে মধ্যে পাকস্থলি ক্যান্সারের ঝুঁকি বেশি বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।