সাপ্তাহিক দেশ’র প্রথম বর্ষপূর্তি উদযাপন

Deshপ্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সর্বস্তরের সাংবাদিকের অংশগ্রহণে আনন্দঘন আয়োজনে ব্রিটেনের অন্যতম জনপ্রিয় সংবাদপত্র সাপ্তাহিক দেশ-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিক  উদযাপিত হয়েছে।
গত ১৬ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের হ্যানবারী ষ্ট্রিটস্থ মন্টিফিউরি সেন্টারে সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছা বিনিময় ও কেক কাটার মধ্যদিয়ে বর্ষপূর্তি উদযাপিত হয়।
সাপ্তাহিক দেশ সম্পাদক তাইছির মাহমুদ-এর পরিচালনায় অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিক অনুষ্ঠানে বিলেতের প্রায় সকল সংবাদপত্র, অনলাইন নিউজ পোর্টাল ও টেলিভিশনের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সানরাইজ টুডে.কম সম্পাদক সাংবাদিক এনাম চৌধুরী। এরপর শুরু হয় শুভেচ্ছা বক্তব্যের পালা। একে একে প্রায় সকল সাংবাদিকই শুভেচ্ছা বক্তব্য রাখেন। বক্তারা সাপ্তাহিক দেশ এর উত্তরোত্তর সমৃদ্ধি, সাফল্য ও বহুল প্রচার কামনা করে বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং প্রতি সপ্তাহে যথাসময়ে দেশব্যাপী প্রবাসী বৃটিশ-বাংলাদেশিদের হাতে পৌঁছে দেয়ার মধ্য দিয়ে পত্রিকাটি শুধু পাঠকদের মনজয়েই সক্ষম হয়নি বরং একটি বিশাল পাঠকশ্রেনী গড়ে তুলতে পেরেছে। পাঠকপ্রিয়তা অর্জনের মধ্য দিয়েই একটি সংবাদপত্রের মূল সফলতা। সেটি সাপ্তাহিক দেশ খুব অল্প সময়ের মধ্যে করতে সক্ষম হয়েছে। এজন্য তারা সাপ্তাহিক দেশ এর সম্পাদনা ও পরিচালনা পরিষদের প্রতি আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেন।
শুভেচ্ছা বক্তব্যের পালা শেষ হলে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুতফুর রহমান উপস্থিত সকলকে সাথে নিয়ে বর্ষপূর্তির কেক কাটেন।
অনুষ্ঠানের বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জমির টেলিকম এর ম্যানেজিং ডাইরেক্টর ব্যারিস্টার নওফেল জমির, ডাঃ আলী আহমদ সুয়াইব, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব সাপ্তাহিক লন্ডন বাংলা সম্পাদক কে এম আবু তাহের চৌধুরী, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক প্রেসিডেন্ট ও সাপ্তাহিক পত্রিকার প্রধান সম্পাদক মোহাম্মদ বেলাল আহমদ, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, জনমতের প্রধান সম্পাদক সৈয়দ নাহাস পাশা, চ্যানেল এস এর ম্যানেজিং ডাইরেক্টর তাজ চৌধুরী, সাপ্তাহিক জনমত এর ম্যানেজিং ডাইরেক্টর ও লন্ডন বাংলা প্রেসক্লাবের ভাইস প্রেসিডেন্ট আমিরুল ইসলাম চৌধুরী, সাপ্তাহিক নতুন দিন এর ডাইরেক্টর মিডিয়া ব্যক্তিত্ব মিছবাহ জামাল, সময় টুয়েন্টিফোর ডটকম এর সম্পাদক সাংবাদিক সাঈদ চৌধুরী, এসএসবিএ’র চেয়ারম্যান আজিজ চৌধুরী, সাপ্তাহিক সুরমা’র বার্তা সম্পাদক কবি আব্দুল কাইয়ূম, সাপ্তাহিক বাংলা পোস্টের সম্পাদক ব্যারিস্টার তারেক চৌধুরী, চ্যানেল এস এর চীফ রিপোর্টার মুহাম্মদ জুবায়ের, সাপ্তাহিক ইউরোবাংলার সাবেক সম্পাদক আব্দুল মুনিম জাহেদী ক্যারল, সাপ্তাহিক লন্ডন বাংলার প্রতিষ্ঠাতা সম্পাদক শাহ ইউসুফ, সাপ্তাহিক বাংলাদেশ এর সম্পাদক শেখ মোজাম্মেল হোসেইন কামাল, নির্বাহী সম্পাদক কয়েস আলী, মুসলিম উইকলীর সম্পাদক মোহাম্মদ সোবহান, সাপ্তাহিক বাংলাদেশ এর রিপোর্টার আহসানুল আম্বিয়া শোভন, কবি শিহাবুজ্জামান কামাল, বাংলা টাইমসের বার্তা সম্পাদক সাঈম চৌধুরী, টাওয়ার হ্যামলেটস লেবার পার্টির মিডিয়া এডভাইজার সৈয়দ মনসুর উদ্দিন, ইক্বরা বাংলা টিভির হেড অব প্রডাকশন হাসান হাফিজুর রহমান পলক, এডমিন অফিসার মোহাম্মদ জাহিরুল ইসলাম শাহীস, ভিডিও এডিটর ওমর ফারুক ও নুরুল ইসলাম শাহীন, বাংলা টিভির চীফ রিপোর্টার ইব্রাহিম খলিল, বাংলা টিভির অপারেশন ম্যানেজার আবু সালেহ মোহাম্মদ মাসুম, সাপ্তাহিক নতুন দিন এর সিনিয়র বার্তা সম্পাদক সৈয়দ আব্দুল কাদির, এসিসটেন্ট নিউজ এডিটর খিজির হায়াত খান কাওসার, পাক্ষিক ব্রিকলেন সম্পাদক উজ্জল দাশ, লেখক সাংবাদিক আকবর হোসেন, কবি সাংবাদিক শাহ শামীম আহমদ, সাংবাদিক সারওয়ার কবির, সাপ্তাহিক বাংলা পোস্টের স্টাফ রিপোর্টার বাবুল হোসেন, ম্যানেজার আদনান রাশেদ, স্টাফ রিপোর্টার জয়নাল আবেদীন, সাপ্তাহিক সুরমার রেজাউল ইসলাম নান্টু, প্রথম আলোর লন্ডন প্রতিনিধি তাবারক পারভেজ, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান চৌধুরী, চ্যানেল এস এর চীফ ক্যামেরাম্যান রেজাউল করিম মৃধা, সাপ্তাহিক বাংলা মিররের হেড অব প্রডাকশন সেলিম রহমান, লন্ডন বাংলার বিশেষ প্রতিনিধি মাহবুব আলী খানসূর, সাংবাদিক ফজলুল হক, নারী ম্যাগাজিন সম্পাদিকা কবি শাহনাজ সুলতানা, চ্যানেল এস এর সাবেক হেড অব প্রডাকশন গোলাম রাসুল,  চ্যানেল এস এর তৌহিদুল করিম মোজাহিদ, লন্ডন বাংলা’র সাহিত্য সম্পাদক কবি শাহ সোহেল আমিন, তাজ একাউন্টেন্ট এর কর্ণধার আবুল হায়াত নুরুজ্জামান, সাংবাদিক আব্দুল কাইয়ূম, পাক্ষিক ব্রিকলেইন সম্পাদক উজ্জল দাশ, ফটো সাংবাদিক জি.আর সোহাইল, বাংলা টিভি’র বেডফোর্ড প্রতিনিধি তৌফিক আলী মিনার, সাংবাদিক আমিনুল আহসান তানিম, মাসিক দর্পণ সম্পাদক রহমত আলী, ব্যাংক এশিয়ার কাস্টমার সার্ভিস অফিসার মুহাম্মদ রহিম, সাপ্তাহিক লন্ডন বাংলা’র সম্পাদনা সহকারী মোঃ আব্দুল হান্নান, সাপ্তাহিক বাংলাদেশ’র সম্পাদনা সহকারী আব্দুল বাসিত রফি, সাংবাদিক তৌহিদ আহমদ, টিভি প্রোগ্রাম প্রডিউসার মিসবাহ মাহফুজুরসহ আরো অনেকে।
অনুষ্ঠানে সাপ্তাহিক দেশ এর সকল সাংবাদিককে অতিথিদের সাথে পরিচয় করিয়ে দেন সম্পাদক তাইছির মাহমুদ।
তাঁদের মধ্যে ছিলেন সাপ্তাহিক দেশ এর ইংলিশ সেকশনের নিউজ এডিটর আব্দুল মুনতাকিম, বিশেষ প্রতিনিধি হামিদ মোহাম্মদ, হেড অব প্রোডাকশন  মোঃ রিয়াজুল ইসলাম, সিনিয়র স্টাফ রিপোর্টার রোমান বখত চৌধুরী, বিশেষ প্রতিনিধি আব্দুল হাই সনজু, বিশেষ প্রতিনিধি শাহনেওয়াজ রকি, মাসআলা মাসাইল বিভাগের প্রধান ড. আবুল কালাম আজাদ, ইমিগ্রেশন এক্সক্লুসিভ বিভাগের প্রধান আইনজীবী নাশিত রহমান ও নিয়মিত কলাম লেখক ব্যারিস্টার নাজির আহমদ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button