ইয়েমেন থেকে সকল ব্রিটিশ কূটনীতিক প্রত্যাহার
ব্রিটেন ইয়েমেন থেকে তার দেশের সকল কূটনীতিকদের প্রত্যাহার করেছে। নিরাপত্তার অভাবে ইয়েমেনে ব্রিটিশ দূতাবাস চালানো অসম্ভব হয়ে পড়ায় ব্রিটেন এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে দেশটির মধ্যপ্রাচ্য বিষয়ক মন্ত্রী টোবিয়াস এলিউড। খবর রয়টার্সের।
সম্প্রতি ইয়েমেনে চলছে হুতি মিলিশিয়াদের দখলদারি। রাজধানী সানার গুরুত্বপূর্ণ স্থান গুলো হুতিরা ইয়েমেনের সরকারি বাহিনী থেকে ছিনিয়ে নিয়েছে। এদিকে শিয়া ভিত্তিক জঙ্গি সংগঠন হুতিকে প্রতিরোধ করার ঘোষণা দিয়েছে সুন্নি ভিত্তিক জঙ্গি সংগঠন একিউএপি। এ ঘোষণার ফলে ইয়েমেন গৃহযুদ্ধ আসন্ন বলে মনে করছেন সেখানকার রাজনৈতিক বিশ্লেষকরা। এমন অবস্থায় ব্রিটেন তার নিজেদের দেশের কর্মকর্তাদের ঝুঁকির মধ্যে রাখতে চান না । ব্রিটিশ কর্তৃপক্ষ সূত্র এসব বলেন।
যে কারণে বুধবার সকালে ইয়েমেন থেকে সকল ব্রিটিশ কর্মকর্তা ও কর্মচারীকে নিজ দেশে ফিরিয়ে নিয়েছে ব্রিটেন।