ডেনমার্কে ইসলামবিরোধী কার্টুনিস্টের সভায় গুলিবর্ষণ, নিহত ১
ডেনমার্কের কোপেনহেগেনে একটি ইসলাম বিরোধী সভায় বন্দুকধারীদের গুলিতে একজন নিহত এবং অন্তত তিন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। সুইডেনের বিতর্কিত ইসলাম বিরোধী কার্টুনিস্ট ওই সভায় অংশ নিয়েছিলেন। কিন্তু তিনি অক্ষত রয়েছেন। মুক্ত মত বিতর্ক নামের ওই অনুষ্ঠানে ফরাসী রাষ্ট্রদূতও অংশ নিয়েছিলেন। তিনিও অক্ষত আছেন।
জানা গেছে, ৪০টির মত গুলিবর্ষণের ঘটনা ঘটে সেখানে। এরপর দুজন বন্দুকধারী পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। সুইডিশ কার্টুনিস্ট লার্স ভিলক্স ওই সভায় ছিলেন, যিনি ২০০৭ সালে মহানবী (সা.) এর কার্টুন এঁকে ঘৃণিত হয়েছিলেন। নোংরা ওই কার্টুন আঁকার পর তাকে হত্যার হুমকি দেয়া হয়েছিল।
ইসলামে মহানবীর কার্টুন আঁকা নিন্দনীয় হলেও পশ্চিমারা মত প্রকাশের স্বাধীনতার নামে অহরহই এমন ঘটনা ঘটিয়ে চলেছেন।