আবারো জিতল ভারত

Creketবিশ্বকাপে ভারতের বিরুদ্ধে জয় অধরাই থেকে গেল পাকিস্তানের। রোববার অ্যাডিলেড ওভালে ভারত জিতেছে ৭৬ রানে। প্রথমে ব্যাট করতে নেমে ভারত করেছিল ৭ উইকেটে ৩০০ রান। জবাবে পাকিস্তান ২২৪ রানে অল আউট হয়ে যায়।
রোববার বাংলাদেশ সময় সাড়ে ৯টায় অ্যাডিলেডে চিরপ্রতিদ্বন্দ্বি ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচটি শুরু হয় । এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত।৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ছিল ৩০০ রান। দলের একমাত্র শতক করেন বিরাট কোহলি আর অর্ধশতকটি করেন শিখর ধাওয়ান। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ পাঁচটি উইকেট তুলেন সোহেল খান। ১টি করে উইকেট পেয়েছেন ওয়াহাব রিয়াজ ও রবিচন্দ্র অশ্বিন।
বিশ্বকাপে এ পর্যন্ত পাঁচবার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। সবকটিতেই জয় পেয়েছে ভারত। তাই বিশ্বকাপ
মঞ্চের সিরিজে ৫-০ ব্যবধানে এগিয়ে ভারত। এই সংখ্যা আরো একধাপ বাড়ানোর লক্ষ্য ভারতের। আর
পাকিস্তানের লক্ষ্য ডানদিকে শূন্যের সংখ্যায় পরিবর্তন আনা। তবে ভিন্ন চিত্র ওয়ানডে ক্রিকেটে। সেখানে এগিয়ে আছে পাকিস্তান। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এখনো পর্যন্ত
১২৬বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। জয়ের পাল্লাটা অনেক বেশি ভারী পাকিস্তানের দিকে। ৭২টি ম্যাচ জিতেছে তারা। আর ভারতের জয় ৫০ ম্যাচে।
পাকিস্তান দল : মিসবাহ উল হক (অধিনায়ক), আহমেদ শেহজাদ, ইউনুস খান, হারিস সোহেল, শোয়েব মাকসুদ, উমর
আকমল (উইকেটরক্ষক), শহিদ আফ্রিদি, ইয়াসির শাহ, রাহাত আলী, সোহেল খান ও ওয়াহাব রিয়াজ।
ভারত দল : মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে,
সুরেশ রায়না, রবীন্দ্র জাদেজা, রবীচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ সামি, উমেশ যাদব, ও মোহিত শর্মা।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button