প্রাইভেট কারে ধুমপান নিষেধ
ব্রিটেনে বাস, ট্রেইন বা যে কোনো ধরনের পাবলিক ট্রান্সপোর্টে ধুমপান নিষিদ্ধ হলেও নিজের গাড়িতে বসে ধুমপান করার বদঅভ্যাসটি এখনো বহাল আছে। ১ অক্টোবরের পূর্ব পর্যন্ত তা বহাল থাকবে। কিন্তু ১ অক্টোবরের পর থেকে কারে যদি ১৮ বছর বয়সের নিচে কোনো শিশু যাত্রি থাকে তাহলে ধুমপান করা যাবেনা। করলে ইংল্যান্ডে এন্ড ওয়েলসে ৫০ পাউন্ড জরিমানা করা হবে। ধুমপানের বিষাক্ত ছোঁবল থেকে কোমলমতি শিশুদের রক্ষা করতে নতুন এ আইনটি হাউস অব কমন্সে পাশ হয়েছে। হাউস অব কমন্সে ৩৪২ জন এমপি এর পক্ষে ভোট দিয়েছেন। আর মাত্র ৭৪জন ভোট দিয়েছেন এর বিপক্ষে। ১লা অক্টোবর থেকে নতুন এ আইনটি কার্যকর হবে। একই আইন স্কটল্যান্ডে করারও পরিকল্পনা করা হচ্ছে বলে জানা গেছে। বৃটিশ ল্যাঙ ফাউন্ডেশন সরকারের নতুন এ আইনকে স্বাগত জানিয়েছে। এ সংস্থাটি জানিয়েছে, কারের ভেতরে বড়দের ধুমপানের ফলে ইংল্যান্ড এন্ড ওয়েলসের শিশুরা ধুমপানের শিকার হয়। কারের ভেতরে বড়দের সঙ্গে ধুমপানের শিকার শিশুরাও দ্বিতীয় ধুমপায়ী বলে আখ্যা দিয়েছেন দিয়েছেন বিশেষজ্ঞরা।