চলমান সংকট নিরসনের আহবান জানালেন ১হাজার প্রবাসী কমিউনিটি নেতা

চলমান সংকট নিরসনে জাতীয় সংলাপের লক্ষ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি আহবান জানিয়েছেন ১০০১ প্রবাসী কমিউনিটি নেতা।
১৪ই ফেব্রুয়ারি শনিবার অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফিনল্যান্ড, মালেয়শিয়া, বেলজিয়াম, সুইডেন, ইতালি, কানাডা, সৌদিআরব, জামার্নিসহ ৪১টি দেশের প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে আলোচনা ও সংলাপের ভিত্তিতে সকলের অংশগ্রহণের মাধ্যমে নতুন নিবার্চনের আয়োজনের মাধ্য দিয়ে বতর্মান সংকট নিরসনের আহবান জানিয়েছেন।
যৌথ বিবৃতিতে আহবানকারী প্রবাসী কমিউনিটি বৃন্দের মধ্যে রয়েছেন- সৌদিআরব প্রবাসী আহমদ আলী মুকিব, বাংলাদেশ এসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার সাবেক সভাপতি মোঃ মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ, যুক্তরাষ্ট্রের গিয়াস আহমেদ ও আলহাজ আবদুল লতিফ সম্রাট, অস্ট্রেলিয়ার মোঃ দেলোয়ার হোসেন, সৈয়দা খানম আংগুর, এ.এইচ রুহুল আহমেদ, ড.নার্গিস বানু ,তারিক উল ইসলাম তারেক, এস.এম নিগার এলাহী চৌধুরী, হাবীব মাহমুদ জকি, যুক্তরাষ্ট্রের আকতার হোসেন বাদল, বাবর উদ্দিন, মোস্তফা পাশা বাবুল, নেসার আহমেদ, যুক্তরাজ্যের ড.আবদুল আজীজ, ড. এম এ মালিক, এম এ মালেক, নসরুলাহ খান জুনাইদ, আখতার হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, আবদুল আজিজ, ফিনল্যান্ডের সভাপতি গোলাম কিবরীয়া সাবু, কামরুল ইসলাম জনি, ড. সফিকুল ইসলাম সরকার, এনামুল হক সিপু, মহিউদ্দিন মানিক, শওকত আলী মিলন, মালেয়শিয়ার কমিউনিটির সভাপতি ড. বোরহান উদ্দিন , প্রকৌশলী বাদুলুর রহমান খান, মাহবুব আলম শাহ, মোশাররফ হোসেন, হাবিবুর রহমান রতন, ড.তালহা মাহমুদ, বেলজিয়ামের কমিউনিটি সভাপতি আব্দুর রাজ্জাক ,ইকবাল হোসেন,মনোয়ার হোসেন মুন্না আলী জাহাঙ্গীর ,সৈয়দ মাহমুদ আক্কাছ,শামছুল ইসলাম,মোয়াজ্জেম হোসেন জসিম মোল্লা, রকিব হাসান,গোলাম নবি শ্যামল, তারেক আহমদ, সুইডেন কমিউনিটির সভাপতি ডাঃ সাজীদ রুবেল,ডঃ রেইনি কোরেইশী, ইতালি কমিউনিটির সভাপতি তাইফুর রহমান ছোটন, আশরাফুল আলম, লকিয়ত উল্লাহ, স্পেন সভাপতি মিজানুর রহমান বিপ্লব,আবদুলাহ আল মাহমুদ,খোরশদ আলম ,রিয়াজ উদ্দিন লুৎফর , সৌদিআরব মোঃ শহিদুল্লাহ, আহমেদ উল্লাহ মুকিত, অধ্যাপক রফিকুল ইসলাম, ফেরদৌস আহমেদ মিঠু,জামার্নি কমিউনিটির দেওয়ান সফিকুল ইসলাম,মাসুদ রেজা, ডেনমাকর্ কমিউনিটির সভাপতি শামছুল আলম, মনির আহমেদ, ফ্রান্সের সভাপতি এম এ তাহের, সাইফুর রহমান, শামীম আহমেদ, দক্ষিণ কোরিয়া কমিউনিটির মো. মনির হোসেন, নুরুল আমিন এবং মালদ্বীপ কমিউনিটির মোঃ ফারুক হোসেন ও এমরান হোসেন প্রমুখ৷

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button