ফিলিস্তিনি কিশোরীকে মুক্তি দিল ইসরাইল
মালাক আল-খাতিব (১৪) নামে ফিলিস্তিনের এক কিশোরীকে মুক্তি দিয়েছে ইসরাইল। ৪৫ দিন আটক থাকার পর শুক্রবার ইসরাইলের কারাগার থেকে তার মুক্তি মিলল। মালাক ইসরাইলের দখলকৃত ওয়েস্ট ব্যাংকের তুলকারেমের বাসিন্দা।
তার বিরুদ্ধে অভিযোগ, সে একটি ইসরাইলি গাড়ি লক্ষ্য করে পাথর ছুড়েছিল ও ছুরি বহন করছিল। অবশ্য মালাক এসব অভিযোগ অস্বীকার করেছে। এরপরও ইসরাইল তাকে দুই মাসের কারাদন্ড দেয়।
মানবাধিকার সংগঠন ডিফেন্স ফর চিলড্রেন ইন্টারন্যাশনাল প্যালেস্টাইনের দেয়া তথ্য অনুযায়ী, পাথর ছোড়ার অভিযোগে ইসরাইল প্রতিবছর পশ্চিম তীর থেকে প্রায় এক হাজার শিশুকে আটক করে।