হোয়াইট হাউজের সামনে বিএনপির বিক্ষোভ

BNP USবর্তমান সরকারের পদত্যাগের দাবিতে এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার খাবার সরবরাহে বাধা এবং দলের নেতা-কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউজের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র বিএনপি।
স্থানীয় সময় সোমবার দুপুর ২টা থেকে বিকাল চারটা পর্যন্ত অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে ছিলেন চারভাগে বিভক্ত যুক্তরাষ্ট্র বিএনপির বড় দুইটি অংশ এবং তাদের সমর্থিত দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
দীর্ঘদিন ধরে ওয়াশিংটনে অবস্থানরত বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে সরকার পতনে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ কামনা করেন।
তিনি বলেন, সরকারের পতন ঘনিয়ে এসেছে। তিনি নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে প্রবাস থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতা আব্দুল লতিফ সম্রাট, গিয়াস আহমেদ, শরাফত হোসেন বাবু, জসীম উদ্দিন ভূঁইয়া, মোস্তফা কামাল পাশা বাবুল, অলিউল্লাহ আতিকুর রহমান, হাবিবুর রহমান সেলিম রেজা, রুহুল আমিন নাসির, যুবদলের কেন্দ্রীয় নেতা এম এ বাতিন প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল খালেক আকন্দ, ইমরান শাহ রন, সাদি মিন্টু, নীরা রাব্বানী, শাহাদত হোসেন রাজু, ওয়াহেদ আলী মন্ডল, ছাত্রদল নেতা আতাউর রহমান আতা, মাজহারুল ইসলাম জনি প্রমুখ।
সমাবেশে নিউইয়র্ক, নিউজার্সি, কানেকটিকাট, পেনসিলভেনিয়া, ভার্জিনিয়া, মেরিল্যান্ডসহ বিভিন্ন স্টেট থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সমাবেশে তারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button