যুদ্ধ বিরতি ভেঙে নতুন করে লড়াই শুরু হয়েছে ইউক্রেনে
যুদ্ধ বিরতি ভেঙে নতুন করে লড়াই শুরু হয়েছে ইউক্রেনে। গত সপ্তাহে বেলারুশের রাজধানী মিনস্কে লড়াই বন্ধ করার ব্যাপারে দুই পক্ষকেই সম্মত করেছিল আন্তর্জাতিক সম্প্রদায়। দীর্ঘ ১৭ ঘণ্টা আলোচনার পর ১৫ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল উভয়পক্ষ।
বিবিসির খবরে বলা হচ্ছে, দেশটিতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ডেবালসেভ শহরে রাশিয়া সমর্থিত বিদ্রোহীদের সাথে সরকারি বাহিনীর তীব্র লড়াই শুরু হয়েছে। বিদ্রোহীদের দাবি করছে, তারা শহরটির অধিকাংশ এলাকা দখল করে নিয়েছেন। তবে বিদ্রোহীদের দাবি নাকচ করে দিয়েছে ইউক্রেন সরকার। যুদ্ধবিরতি পর্যবেক্ষণের নিয়োজিত আন্তর্জাতিক পর্যবেক্ষক দলটি তীব্র লড়াইয়ের কারণে শহরটিতে প্রবেশ করতে পারেনি। যুদ্ধবিরতির শর্তে সোমবারের মধ্যে দুপক্ষ থেকেই ভারী অস্ত্র প্রত্যাহারের কথা থাকলেও সে অনুযায়ী কাজ করেনি কোন পক্ষই। বিদ্রোহীদের স্বঘোষিত ‘গণপ্রজাতন্ত্রী দোনেতস্ক’ এর একজন কর্মকর্তা রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে জানিয়েছেন যে শহরটির থানা ও রেলস্টেশনের নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহী বাহিনী। তিনি আরো জানিয়েছেন, শহরটির বেশিরভাগ এলাকার নিয়ন্ত্রণ এখন বিদ্রোহীদের হাতে। তবে এখনো অভিযান চলছে। এছাড়াও বেশ কিছু সরকারি সেনা আত্মসমর্পণ করেছেন বলে তিনি দাবি করেছেন।