কায়রো মার্চের পরিকল্পনা নিয়েছে ব্রাদারহুড
গণহত্যার পর কায়রো মার্চের পরিকল্পনা নিয়েছে ব্রাদারহুড। আল জাজিরা জানায়, বুধবার সেনা-ক্র্যাকডাউনের পর দু’হাজারের বেশি কর্মী-সমর্থক শহীদ হওয়ায় এ পরিকল্পনা নিয়েছে দলটি। শুক্রবার শহীদদের জানাযা শেষে এ কায়রো মার্চের পরিকল্পনা নিয়েছে।
ব্রাদারহুড নেতা অজ্ঞাত স্থান থেকে জিহাদ আল হাদাদ সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে লিখেছেন, “আমরা সবসময় অসহিংস এবং শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছি। দৃঢ় সংকল্প নিয়ে কাজ করছি। সামরিক সরকারকে উৎখাত না করা পর্যন্ত ঘরে ফিরব না।” সূত্র: অনলাইন