লন্ডনে বিষের পেয়ালা বইয়ের মোড়ক উন্মোচন
যুক্তরাজ্য প্রবাসী কবি আয়ুব আলী রচিত ‘বিষের পেয়ালা’ কবিতা গ্রন্থের মোড়ক উন্মোচন হয়েছে মঙ্গলবার সন্ধ্যায়। এতে যুক্তরাজ্যে বসবাসরত বিপুল সংখ্যক কবি, সাংবাদিক, লেখক ও সাংস্কৃতিক কর্মীরা অংশনেন। বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মোস্তাক আলী বাবুলের সভাপতিত্বে ও নাহিদ সুলতানা রত্মার পরিচালনায় মোড়ক উন্মোচনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি মুজিবুল হক মনি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমিউনিটি নেতা আহাদ চৌধুরী, সাংবাদিক সৈয়দ সেলিম আহমদ, মোশাহিদ খান, কবি আবিদ ইসলাম, আ ক ম আব্দুল্লাহ, মো: ইকবাল, মানিকুর রহমান, আহমদ হোসেন বাবুলসহ অনেকে।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিলেতের কর্মব্যস্ত জীবনে কবি আয়ুব আলী কবিতা লিখে গন্থাকারে প্রকাশ প্রমান করেছেন ইচ্ছা থাকলে অনেক কিছুই সম্ভব। বক্তারা বলেন, বিলেতে মাতৃ ভাষার চর্চা বিশেষ করে কবিতা চর্চার ক্ষেত্রে এধরনের প্রকাশনা নতুন কবি সাহিত্যিকদের অনুপ্রেরন যোগাবে। বক্তারা বিষের পেয়ালা কবিতা গন্থের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। তারা বলেন, এতে বিলেতের সুখ-দু:খ, আনন্দ-বেদনা, প্রেম-বিরহ অত্যান্ত সুন্দরভাবে উঠে এসেছে। বক্তারা তার ভবিষ্যত সফলতা কামনা করেন।
আলোচনা শেষে যুক্তরাজ্যের জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় নৃত্য ও গান পরিবেশিত হয়।