মুরসির আটকাদেশ আবারো বাড়লো এবার ৩০ দিন
মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মাদ মুরসির আটকাদেশ আরো ৩০ দিন বাড়ানো হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেনা এ খবর দিয়েছে। গত বুধবার দেশটিতে সেনাবাহিনী গণহত্যা চালানোর পর গত বৃহস্পতিবার দেশটির আদালত এ আদেশ দিল। এর আগে, গত ১২ আগস্ট মুরসির আটকাদেশের মেয়াদ ১৫ দিন বাড়ানো হয়। সে সময় বলা হয়েছিল- মুরসির বিরুদ্ধে তদন্ত শেষ না হওয়ায় তার আটকাদেশের মেয়াদ বাড়ানো হয়েছে।
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসকে সহযোগিতা করার অভিযোগে মুরসির বিরুদ্ধে মিসরের আদালত গত ২৬ জুলাই প্রথম আটকাদেশ দেয়। এর আগে, গত ৩ জুলাই মিসরের সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে মুরসিকে ক্ষমাচ্যুত করে। সেই থেকে তার সমর্থকরা রাজপথে আন্দোলন করছে এবং তাকে পুনর্বহাল না করা পর্যন্ত তারা আন্দোলন বন্ধ করবে না বলেও ঘোষণা দিয়েছে।