কামারুজ্জামানের মৃত্যু পরোয়ানা জারি
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যু পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চ এই পরোয়ানায় স্বাক্ষর করেন।
এটি এখন ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষের (আইজি প্রিজন) কাছে পাঠানো হবে। একইভাবে পরোয়ানাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো হবে।
এর আগে বুধবার জামায়াত নেতা কামারুজ্জামানের মৃত্যুদন্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়।
২০১৪ সালের ৩ নভেম্বর আপিল বিভাগে কামারুজ্জামানের মৃত্যুদন্ডের সাজা বহাল রেখে সংক্ষিপ্ত রায় ঘোষণা করেন। এর প্রায় ৪ মাস পর এই পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হলো।
একই বছরের ৯ মে মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদন্ড দিয়ে রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
তার বিরুদ্ধে প্রসিকিউশনের আনা ৭টি অভিযোগের মধ্যে ৫টি সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় এই রায় দেন ট্রাইব্যুনাল। পরে ৬ জুন ফাঁসির দন্ড মওকুফ চেয়ে সুপ্রিম কোর্টে আপিল করেন জামায়াত নেতা কামারুজ্জামান।