কায়রোর মসজিদ থেকে ২৫৯ দগ্ধ লাশ উদ্ধার

রাজধানী কায়রোয় ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুরসির সমর্থকদের বিরুদ্ধে পরিচালিত নজিরবিহীন রক্তাক্ত অভিযানের সময় এক মসজিদে আড়াইশ’ মুসল্লীকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। কে বা কারা হত্যা করেছে তা তাৎক্ষণিকভাবে জানা না গেলেও বৃহস্পতিবার রাতে ২৫৯টি ছিন্নভিন্ন ও অগ্নিদগ্ধ লাশগুলো উদ্ধার করা হয়।
বার্তা সংস্থা এএফপি ও রয়টার্স জানায়, বুধ ও বৃহস্পতিবারের রক্তক্ষয়ী ঘটনার পরপরই কিংবা একই সাথে সংঘটিত হতে পারে এই মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা।
ঘটনাটি উত্তর-পূর্ব কায়রোয় ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। সেনা সমর্থিত বর্তমান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ বিভাগ বিষয়টি সম্পর্কে কিছুই জানে না বলে জানিয়েছে। এই ঘটনায় চলমান বিক্ষোভ আন্দোলন আরো বেগবান হওয়ার আশংকা রয়েছে বলে পর্যবেক্ষকরা জানান। মুরসি সমর্থকরা এই ঘটনাকে সেনা সমর্থিত বর্তমান সরকারের পৈশাচিক ঘটনা বলে উল্লেখ করেছেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button