জেনেভায় এইচএসবিসি কার্যালয়ে পুলিশের অভিযান
সুইজারল্যান্ডের জেনেভায় হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশনের (এইচএসবিসি) কার্যালয়ে অভিযান চালিয়েছে দেশটির পুলিশ ও আয়কর বিভাগ।
বুধবার যুক্তরাজ্যের মালিকানাধীন ব্যাংকটির জেনেভা কার্যালয়ে অবৈধ অর্থপাচার ও কর ফাঁকিতে সহায়তার অভিযোগে এ অভিযান চালানো হয়।
কার্যালয়ে পুলশি অভিযানের সত্যতা নিশ্চিত করেছে এইচএসবিসির জেনেভা শাখা। তারা তদন্ত কাজে সহযোগিতা করবে বলেও জানিয়েছে।
সুইজারল্যান্ডে বেসরকারি ব্যাংক হিসেবে পরিচিত এইচএসবিসির মাধ্যমে সে দেশের কয়েকজন অপরিচিত ব্যক্তি অর্থপাচার করেছেন বলে অভিযোগ রয়েছে। এমন খবর প্রকাশের পর তদন্তের ঘোষণা দেয় সুইজারল্যান্ডের আয়কর বিভাগ।
সম্প্রতি বিবিসির এক অনুসন্ধানি প্রতিবেদনে এইচএসবিসির বিরুদ্ধে কর ফাঁকিতে সহায়তার অভিযোগ উঠে। এরপর ব্যাংকটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, বেলজিয়াম এবং আর্জেন্টিনায়ও ফৌজদারি অভিযোগ আনা হয়।
বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়, ‘সারা বিশ্বে ধনী ও প্রভাবশালী ব্যক্তিদের কর ফাঁকি দিতে সহযোগিতা করছে ব্যাংকটি।’ ২০৩টি দেশের ১ লাখ ৬ হাজার গ্রাহকের ব্যাংক হিসাবের তথ্য বিশ্লেষণে প্রতারণার প্রমাণ পাওয়া গেছে বলেও উল্লেখ করা হয় এতে।