চার বছরেই মেয়র নির্বাচিত

Mayorশিরোনাম দেখে অবাক হবেন না। আপনি ঠিকই পড়েছেন। যুক্তরাষ্ট্রের পর্যটন শহর মিনেসোটার ডরসেট শহরে জনগণের ভোটে মেয়র নির্বাচিত হয়েছেন চার বছরের একটি শিশু। অবিশ্বাস্য হলেও সত্য, রবার্ট ববি টুফট্স নামের এই শিশুটি শুধু এবারই মেয়র নির্বাচিত হয়নি; এর আগেও সে এই শহরের মেয়র ছিল।
ববি এখনও স্কুল যায় না। তিন বছর বয়সে সে প্রথম মেয়র নির্বাচিত হয়। আবারও সে মেয়র পদে পুনর্নির্বাচিত হয়েছে। ডরসেট শহরের লোকসংখ্যা ২২ থেকে ২৮ জন। শহরটিকে বলা হয়, পৃথিবীর রেস্তোরাঁর রাজধানী।
‘টেস্ট অব ডরসেট ফেস্টিভাল’ নামের উত্সব চলাকালে প্রতি বছর মেয়র নির্বাচন করা হয়। নিয়মটি হচ্ছে, একজন ভোটার যত খুশি তত ভোট দিতে পারবে। তবে প্রতিটি ভোটের জন্য চার্জ দিতে হবে ১ ডলার।
ফুটফুটে ববির প্রিয় আইসক্রিম খাওয়া আর মাছ শিকার। তার একজন বান্ধবীও আছে, নাম সফি।
ববি রীতিমত নির্বাচনই করেছে। সে ভোটপ্রার্থনা করে কার্ড বিলি করেছে। কার্ডের একপাশে তার ছবি এবং অপর পাশে লেখা ‘আমি আপনাদের মেয়র হতে পছন্দ করি, যেমন আমি পছন্দ করি সফিকে।’
শিশুটির মা ৩৪ বছর বয়সী এমা টুফট্স বলেছেন, ‘ববি চমত্কার কাজ করেছে বলে আমি মনে করি।’
ববির কাজটা কী? ডরসেটে আগত লোকদের অভ্যর্থনা জানানোই তার মূল কাজ। এছাড়া দাতব্য কাজে অর্থ সংগ্রহেও ববি নেতৃত্ব দেয়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button