সৌদি আরবে অনলাইন ভিসা
পারিবাবিক ভিসার জন্য এবার আর ভাবনা করতে হবে না সৌদি আরবে বসবাসরত বিভিন্ন দেশের প্রবাসিদের। কেননা এখন এ ভিসার জন্য অনলাইনে তারা আবেদন করতে পারবেন। এর ফলে অভিবাসিদের জন্য তাদের স্ত্রী ও অপ্রাপ্ত বয়স্ক সন্তানের ভিসা পাওয়া অনেকটাই সহজ হয়ে যাবে।
বুধবার সৌদি আরবের ডেপুটি ক্রাউন প্রিন্স এবং স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন নায়েফ অনলাইনের এ সেবা কার্যক্রম উদ্বোধন করেন। নিবন্ধন করার জন্য প্রার্থীকে কিছু শর্ত মেনে অনলাইনে ফরম পুরণ করতে হবে। এতে তাদের ব্যক্তিগত তথ্য যেমন, ইকামা নম্বর, ইমেইল ঠিকানা, পছন্দের ভাষা, মোবাইল নম্বর ইত্যাদি উল্লেখ করতে হবে।
জানা গেছে, যাবতীয় শর্ত পূরণের করার পর তাকে একটি পরিচিতি ও পাসওয়ার্ড দেয়া হবে। গ্রাহকরা চাইলে মন্ত্রণালয়ে গিয়েও তাদের ফরম পুরণ করতে পারবেন। ভিসা তাদেরই দেয়া হবে যারা তাদের পরিবার সৌদিতে আনার যোগ্যতা অর্জন করেছে।
অভিবাসি বিষয়ক সংস্থার মহাপরিচালক সালমান আল শোহিওয়াইন গণমাধ্যমকে জানান, এর মাধ্যমে কাগজপত্র সংক্রান্ত সমস্যাগুলি কমে আসবে। পাশাপামি অভিবাসিদের জন্য সুবিধা যে তাদের আর কষ্ট করে মন্ত্রণালয়ের কার্যালয়ে আসতে হবে না।