অবৈধ অভিবাসীদের আর কোন সাধারণ ক্ষমা নয়
সৌদি আরবে অবৈধ অভিবাসীদের আর কোন সাধারণ ক্ষমার সুযোগ দেয়া হবে না। বিভিন্ন মিডিয়ায় নতুন করে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে বলে যে খবর প্রকাশিত হয়েছে, তার জবাবে এ কথা বলেছে দেশটির শ্রম মন্ত্রণালয়। অবৈধ অভিবাসীদের বৈধতার লক্ষ্যে আবারও সুযোগ দেয়ার চিন্তাভাবনা করছে সরকার- এমন খবরের প্রতিবাদে শ্রম মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়েছে। এ খবর দিয়েছে আরব নিউজ। শ্রম মন্ত্রণালয়ের মুখপাত্র তায়সির আল মোফরেজ বলেন, শ্রম আইন লঙ্ঘনকারীদের সংশোধনের জন্য অতিরিক্ত সময় দেয়ার বিষয়ে কোন সিদ্ধান্ত বা আদেশ জারি করা হয়নি। বেশ কিছু গণমাধ্যমে এ ধরনের খবর প্রকাশিত হলে শ্রম মন্ত্রণালয় বিষয়টি পরিষ্কার করার সিদ্ধান্ত নেয়। তায়সির আল মোফরেজ বলেন, মন্ত্রণালয় বহুদিন ধরেই শুদ্ধি অভিযানের মাধ্যমে আইন লঙ্ঘনকারী অভিবাসীদের গ্রেপ্তার করছে। এ ধরনের অবস্থান শুদ্ধিকরণের সর্বশেষ তারিখ ছিল ২০১৩ সালের ৫ই নভেম্বর। তবে বহু কর্মী আশা করছেন, সংশোধনের জন্য অতিরিক্ত সময় আবার চালু করা হবে। বিশেষ করে যাদের স্পন্সর পরিবর্তনের অনুমতি দেয়া হয়নি, যেমন খামার শ্রমিক, মেষপালক, জেলেদের বেলায় এ সুযোগের আশা করছেন অনেকে। অবৈধদের সাধারণ ক্ষমা করার মেয়াদ ২০১৩ সালের ৫ই জুলাই শেষ হয়ে গেলেও, ওই বছরের ৫ই নভেম্বর পর্যন্ত তা বৃদ্ধি করা হয়েছিল। এজন্যই অনেকে নিজেদের নতুন কর্মক্ষেত্রে যাওয়ার জন্য স্পন্সরশিপ পরিবর্তনের জন্য ওই সুযোগ চাইছেন। ডেপুটি ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন নাইফের উদ্ধৃতি দিয়ে জননিরাপত্তা বিভাগের পরিচালক লেফটেন্যান্ট জেনারেল অথমান আল-মোহরেজ জানিয়েছেন, শ্রম আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে নিরাপত্তা অভিযানের দ্বিতীয় পর্যায় আগামী মাসে শুরু হবে। অন্যান্য বিভাগের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এ সিদ্ধান্ত নেয়া হবে। তিনি বলেন, শুদ্ধি অভিযানের ফলে দেশে অপরাধের হার নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে।