ওয়াশিংটনে বান কি মুন মাহমুদ আলী বৈঠক
বাংলাদেশে দীর্ঘ মেয়াদি স্থিতিশীলতা প্রতিষ্ঠায় বিরোধী দলের সাথে গঠনমূলক সম্পর্ক স্থাপনে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসঙ্ঘ মহাসচিব বান কি মুন। যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বৃহস্পতিবার ওয়াশিংটনে তার সাথে বৈঠককালে বান কি মুন এ আহ্বান জানান। পাশাপাশি বাংলাদেশের চলমান পরিস্থিতির উন্নয়নে সুনির্দিষ্ট পথ খুঁজে বের করতেও বলেন জাতিসঙ্ঘ মহাসচিব। ২০১৫ সালের শুরু থেকে রাজনৈতিক সহিংসতায় জীবনহানির ঘটনায় আবারো উদ্বেগ জানান মহাসচিব।
জাতিসঙ্ঘের ওয়েবসাইটে দেয়া তথ্য বিবরণী থেকে আরো জানা যায়, মহাসচিব বান কি মুন ও পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর মধ্যকার বৈঠকে জাতিসঙ্ঘ ও বাংলাদেশ সরকারের সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। জাতিসঙ্ঘের বিভিন্ন কার্যক্রমে বিশেষ করে শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের ভূমিকায় কৃতজ্ঞতা প্রকাশ করেন মহাসচিব বান কি মুন। বৃহস্পতিবার বৈঠকের বিষয়টি জাতিসঙ্ঘের নিয়মিত প্রেসব্রিফিংয়ে আনুষ্ঠানিকভাবে জানান মহাসচিবের মূখপাত্র স্টিফেন ডোজারিক।
বৃহস্পতিবারের নিয়মিত প্রেসব্রিফিংয়ে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। এসময় মহাসচিবের মূখপাত্র স্টিফেন ডোজারিকের কাছে জানতে চাওয়া হয় সরকারের একাধিক দায়িত্বশীল ব্যক্তি বাংলাদেশের রাজনৈতিক সঙ্কট নিরসনে জাতিসঙ্ঘ মহাসচিবের উদ্যোগকে নাকচ করে দিয়েছেন। বিশেষ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংলাপ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। এমন বাস্তবতায় জাতিসঙ্ঘের অবস্থান কী? জবাবে মহাসচিবের মূখপাত্র স্টিফেন ডোজারিক বলেন, আমরা অতীতে একাধিকবার বলেছি যে, বাংলাদেশে চলমান রাজনৈতিক সহিংসতার বিষয়ে জাতিসঙ্ঘ মহাসচিব উদ্বিগ্ন। সঙ্কট নিরসনে অস্কার ফারনান্দেজ তারানকো মহাসচিবের পক্ষে কাজ করে যাচ্ছেন। তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় ও যথাযথ পদক্ষেপ নেবেন।