রবিবার থেকে ফের ৭২ ঘণ্টা হরতাল

Hortalআগামী রোববার ভোর ৬টা থেকে বুধবার ভোর ছয়টা পর্যন্ত ফের ৭২ ঘণ্টার হরতাল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
শুক্রবার বিকেলে এক বিবৃতিতে এ ঘোষণা দেন বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ।
তিনি বলেন, অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু ও গ্রহণযোগ্য সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে, দেশব্যাপী আইন শৃঙ্খলাবাহিনী কর্তৃক বিচারবর্হির্ভুত হত্যাকা-ের প্রতিবাদ, সরকারদলীয় সন্ত্রাসীদের কর্তৃক বিরোধীদলীয় নেতা-কর্মীদেরকে গুম, খুন, অপহরণ, পঙ্গু ও আহত করার প্রতিবাদে আগামী রোববার ভোর সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী শান্তিপূর্ণ হরতাল পালিত হবে। পাশাপাশি শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।
এ ছাড়া আগামী ২৩ ফেব্রুয়ারি সোমবার সারাদেশে সকল জেলা, উপজেলা, পৌরসভা ও থানা পর্যায়ে এবং দেশের সব মহানগরের থানায় থানায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। চলমান অবরোধ এবং আগামী রোববার থেকে দেশব্যাপী ৭২ ঘণ্টার হরতাল ও সোমবার বিক্ষোভ মিছিল কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করতে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন এবং ২০ দলীয় জোটের সকল পর্যায়ের নেতা-কর্মীসহ দেশবাসীকে ২০ দলীয় জোট নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আহবান জানান তিনি।
সালাহ উদ্দিন আহমেদ বলেন, দেশব্যাপী বিরোধী দলীয় নেতা-কর্মীসহ নিরীহ জনগণকে গণগ্রেফতারের প্রতিবাদে, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে, বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ ও কুক্ষিগতকরণের প্রতিবাদে, সাংবাদিক নির্যাতন ও সংবাদমাধ্যম নিয়ন্ত্রণের প্রতিবাদে, জনগণের মৌলিক ও মানবাধিকার প্রতিষ্ঠার দাবিতে, অন্যায়ভাবে মিথ্যা মামলায় গ্রেফতারকৃত বিএনপি ও ২০ দলীয় জোটের সিনিয়র নেতৃবৃন্দসহ সকল রাজবন্দীর মুক্তির দাবিতে এবং এখনও পর্যন্ত অবৈধ সরকার গণদাবির প্রতি তাচ্ছিল্য প্রদর্শণ করায় আমাদের অঙ্গীকার অনুযায়ী ২০ দলীয় জোটের উদ্যোগে আগামী রোববার থেকে ফের হরতাল চলবে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button