আবুধাবিতে অগ্নিকাণ্ডে ৩ বাংলাদেশীসহ নিহত ১০

Dhabiসংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে একটি ভবনে অগ্নিকাণ্ডে ১০ জন নিহত ও আটজন আহত হয়েছেন বলে জানিয়েছে খালিজ টাইমস। প্রবাসীকল্যাণমন্ত্রী বলেছেন, নিহতদের মধ্যে তিনজন বাংলাদেশী রয়েছেন। স্থানীয় সময় শুক্রবার ভোরে আবুধাবির শিল্পনগরী মুজাফায় এই অগ্নিকাণ্ড ঘটে।
আমিরাতের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই ভবনের নিচতলায় একটি টায়ার তৈরিকারী প্রতিষ্ঠানের কার্যালয় ছিল। আর ওপরের তলাগুলোতে বাংলাদেশসহ বিভিন্ন দেশের প্রবাসী শ্রমিকরা থাকতেন।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, নিহতদের মধ্যে অন্তত তিনজন বাংলাদেশী রয়েছেন বলে জানা গেছে।
তিনি বলেন, আমাদের দূতাবাসের লোকজন সেখান গেছে। পোড়া বডিগুলো চেনার উপায় নেই। এখন পর্যন্ত আমরা তিনজন বাংলাদেশীর কথা জানতে পেরেছি।
তবে তাদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি মন্ত্রী।
নিহতদের লাশ আবুধাবির শেখ খলিফা মেডিক্যাল কলেজের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আরো প্রায় ১০ জন দগ্ধ হয়েছেন বলে দেশটির গণমাধ্যমগুলো জানিয়েছে।
প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ওই ভবনে আগুন লাগে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। তবে ফলে বিস্তারিত তথ্য পেতে দেরি হচ্ছে।
সরকারি হিসাবে বর্তমানে ১২ থেকে ১৫ লাখ বাংলাদেশী আমিরাতে বিভিন্ন পেশায় কাজ করছেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button