আটলান্টায় বাংলাদেশি ছাত্রীর আকস্মিক মৃত্যু
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া বাংলাদেশি ছাত্রীর আকস্মিক মৃত্য ঘটছে। মেয়াটির নাম তানজিলা আলম সন্ধী। মাত্র কয়েকদি ধরে অসুস্থ ছিলেন সন্ধী। গত সোমবার তাঁর হঠাৎ মৃত্যু্র খবরে জর্জিয়া বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে আসে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা বাংলা প্রেস।
ইউনিভার্সিটি অব জর্জিয়ার সেলুলার বাইওলজি বিভাগের প্রথম বর্ষের ছাত্রী তানজিলা আলম সন্ধী এক সপ্তাহ ধরে হাল্কা জ্বরে ভুগছিলেন। গত বৃহস্পতিবারে জ্বরের মাত্রা বেড়ে যায় এবং পেট ব্যাথাসহ বমি হতে থাকে। এমন অবস্থায় ঘরসঙ্গিরা তাকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করে। গত সোমবার সকালে তাঁর মৃত্যু ঘটে।
তাঁর চিকিৎসকরা ব্যাকটেরিয়াল মেনেনজাইটিস রোগে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারনা করলেও এ ব্যাপারের এখনও নিশ্চিত হতে পারেননি। তানজিলা আলম সন্ধী জর্জিয়া বাঙালি কম্যুনিটির সুপরিচিত ব্যবসায়ি আব্দুল হান্নান চৌধু্রীর ভাগ্নি। তারা বাবা-মা বাংলাদেশে রয়েছেন। তাঁর আকস্মিক এ মৃত্যর খবরে জর্জিয়া বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে আসে।