আল জাজিরার তিন সাংবাদিক পেলেন ব্রিটেনের মর্যাদাপূর্ণ পুরস্কার
মিশরের কারাগারে প্রায় ৪০০ দিন বন্দি থাকার পর মুক্ত হওয়া আলজাজিরার তিন সাংবাদিক ব্রিটেনের মর্যাদাপূর্ণ পুরস্কার পেলেন। দ্য রয়েল টেলিভিশন সোসাইটি অ্যাওয়ার্ড পেয়েছেন পিটার গ্রেস্ট, বাহের মোহাম্মদ ও মোহাম্মদ ফাহমি। বাহের ও ফাহমি জামিনে মুক্তি পেয়েছেন। আর পিটার গ্রেস্ট অস্ট্রেলিয়ার কূটনৈতিক প্রচেষ্টায় মুক্ত হন। টেলিভিশন সাংবাদিকতায় অনবদ্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ দ্য রয়েল টেলিভিশন সোসাইটি তাদের তিনজনকে এবার পুরস্কৃত করল। গত বুধবার রাতে দুই সহকর্মীর পক্ষে এবং নিজের পুরস্কার গ্রহণ করেন পিটার গ্রেস্ট। প্রতিক্রিয়ায় তিনি বলেন, এই রাতে তিন ভাইকে স্বীকৃতি দিল রয়েল টেলিভিশন সোসাইটি। সোসাইটির পক্ষ থেকে বলা হয়, আমরা এমন মানুষদের স্বীকৃতি দিলাম, যারা নিজেদের ভবিষ্যৎ অনিশ্চিত জেনেও মর্যাদা ও সাহসের সঙ্গে লড়ে গেছেন।