টাওয়ার হ্যামলেটসের ৩ স্কুলছাত্রী সিরিয়ায় !
টাওয়ার হ্যামলেটসের তিন বাঙালী স্কুলছাত্রী ইসলামি স্টেইটের যুদ্ধে অংশ নিতে সিরিয়া পাড়ি জমিয়েছে বলে ধারণা করা হচ্ছে। গেটউইক এয়ারপোর্ট হয়ে টার্কি এবং টার্কি থেকে সীমান্ত পাড়ি দিয়ে তারা সিরিয়ার পৌঁছেছে বলে মনে করছে মেট পুলিশ। গেট উইক এয়ারপোর্ট ত্যাগের সময় সিসিটিভি ক্যামেরায় তাদের দেখা গেছে। গেটউইক এয়ারপোর্টের সিসিটিভি ফুটেজ রিলিজ করেছে পুলিশ। এ তিন জন বেথনালগ্রীন একাডেমীর ছাত্রী। তাদের একজনের শামীমা বেগম বয়স ১৫ বছর। অপর জন খাদিজা সুলতানা বয়স ১৬। তৃতীয় জনের নাম অজানা তবে বয়স ১৫ বছর। পরিবারের অনুরোধে তার নাম প্রকাশ করেনি পুলিশ। পুলিশ এসব তথ্য জানিয়েছে। গত মঙ্গলবার শেষবারের মতো তাদের নিজ বাড়িতে দেখা গেছে বলেও জানা গেছে। টার্কি এয়ার লাইন্সের একটি ফ্লাইটে মঙ্গলবার বিকেলে তারা টার্কি পৌঁছে বলেও জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, শামীমা বেগম তার বড় বোন ১৭ বছর বয়সের আকলিমা বেগমের নামে ট্রাভেল করছে বলেও ধারণা করছে পুলিশ।
এদিকে, শামিমা বেগম এবং নাম প্রকাশ না করা মেয়েটি নিখোঁজ বলে তাদের পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার বিকেলে পুলিশে রিপোর্ট করা হয়েছে। আর খাদিজা পরিবারের পক্ষ থেকে সে নিখোঁজ বলে রিপোর্ট করা হয়েছে বুধবার সকালে। তাদের ব্যাপারে কোনো টেরর সংশ্লিষ্ট তথ্য জানা থাকলে ০৮০০৭৮৯৩২১ ফ্রি এন্টি টেরোরিষ্ট হট লাইনে টেলিফোন করে জানানোর আহ্বান করেছে মেট পুলিশ।