দুবাইয়ে আকাশচুম্বী অট্টালিকায় অগ্নিকান্ড
দুবাইয়ে শনিবার ভোরে আকাশচুম্বী এক অট্টালিকায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। দুবাইয়ের মেরিনা এলাকায় এক হাজার ১শ’ ৫ ফুট উঁচু টর্চ নামের আবাসিক এ অট্টালিকার উপরের অংশে আগুন ধরে যায়। এরপর পার্শ্ববর্তী বিভিন্ন টাওয়ার থেকে শতশত লোকজনকে সরিয়ে নেয়া হয়।
এ ঘটনায় এখন পর্যন্ত কারো প্রাণহানির খবর পাওয়া যায়নি। ভবনের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এছাড়া পার্শবর্তী টাওয়ারগুলো থেকে সরিয়ে আনা
লোকজনকে তাদের অ্যাপার্টমেন্টে ফিরে যাওয়ারও অনুমতি দেয়া হয়েছে।
এক বাসিন্দার উদ্ধৃতি দিয়ে দৈনিক পত্রিকা গালফ নিউজের ওয়েবসাইটে বলা হয়েছে, ৭৯ তলা বিশিষ্ট এ অট্টালিকার ৫০ তলায় আগুনের সূত্রপাত।
অগ্নিকান্ডের পর ধোঁয়ায় অনেকের শ্বাসপ্রশ্বাসে সমস্যা হয়। তবে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে আনা সম্ভব হয়েছে।
অনলাইনে প্রকাশিত এক ভিডিও ফুটেজে দেখা যায়, টাওয়ারের উপরের তলাগুলোতে আগুন ছড়িয়ে পড়ছে, পুড়ে যাওয়া ধ্বংসস্তুপ রাস্তার ওপর পড়ে
রয়েছে এবং বাতাসে আগুনের হলকা বাড়ছে।