আইএসের প্রচারণায় হেরে যেচ্ছে পশ্চিমা বিশ্ব

Harasডিজিটাল যুদ্ধে জিতে যাচ্ছে ইসলামিক স্টেট (আইএস)। কারণ আইএস বিরোধীরা কোনোভাবেই তাদের ডিজিটাল কৌশলের সঙ্গে পেরে উঠছে না। তাদের প্রচার-প্রচারণার অভিনব ধরনের সঙ্গে পাল্লা দিতে হলে যতটা প্রযুক্তিগত যোগ্যতা থাকা দরকার, তা থাকলেও তার প্রয়োগ কৌশলে মার খেয়ে যাচ্ছে পশ্চিমারা। বলা যায়, অনেকটা পিছিয়ে আছে ইসলামিক স্টেট’র বিরুদ্ধে যুদ্ধরত পশ্চিমা বিশ্ব। ব্রিটেনের সন্ত্রাসবিরোধী একজন বিশেষজ্ঞ এ হুঁশিয়ারি দিয়েছেন।
সরকারি অর্থায়নে প্রতিষ্ঠিত কুইলিয়াম ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক হারাস রফিক বলেছেন, আইএসের প্রচারণার বিপক্ষে পরিচালিত ব্রিটিশ প্রচার মার খেয়ে যাচ্ছে। কৌশলের দিক দিয়ে কোনোভাবেই এঁটে ওঠা যাচ্ছে না। ফলে ইউরোপে আইএসের দিকে সহানুভূতিশীল তরুণের সংখ্যাও বাড়ছে।
লন্ডনে অনুষ্ঠিত এক সেমিনারে হারাস রফিক বলেন, ‘সামজিক কর্মী অনলাইন না থাকায় তাদের বিরুদ্ধে ব্যাপক এবং সম্যক প্রচারণা চালানো যাচ্ছে না। মানুষের ধারণা, পশ্চিমা বিশ্ব ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করছে এবং ইসলাম পশ্চিমের বিরুদ্ধে লড়ছে। কিন্তু সত্যিকার অর্থে ইসলাম ও চরমপন্থার মধ্যকার পার্থক্য বোঝানোর জন্য তেমন কিছু করতে পারছে না আইএসবিরোধী মহল।’
তিনি বলেন, ‘ইসলামী চরমপন্থিরা সত্যি-মিথ্যের ধার ধারছে না। তারা সব কিছুতেই নিজেদের সফলতা ও কৃতিত্বকে তুলে ধরছে তরুণদের চোখে।’

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button