ব্রিটেনে পুরুষদের আত্মহত্যার হার চরমে
উন্নত দেশ হলেও ব্রিটেনে বেঁচে থাকার সংগ্রাম অনেকটা কঠিনই মনে হচ্ছে। না হলে এমন রেকর্ড হবে কেন। সেখানে পুরুষদের আত্মহত্যার হার গত এক দশকে চরম পর্যায়ে পৌঁছেছে।
দেশটির জাতীয় পরিসংখ্যানে দেখা গেছে, ১০১৩ সালে প্রতি ১ লাখ পুরুষের মধ্যে ১৯ জন আত্মহত্যা করেছেন অর্থনৈতিক মন্দাজনিত কারণে। ২০০১ সালের পর এ হার সর্বোচ্চ।
পরিসংখ্যানে দেখা গেছে, ২০১৩ সালে ১৫ বছরের বেশি বয়সের ৬ হাজার ২৩৩ জন নারী-পুরুষ আত্মহত্যা করেছেন। আগের বছরের চেয়ে এ হার ৪ শতাংশ বেশি। এদের মধ্যে পুরুষের আত্মহত্যার হার ৭৮ শতাংশ।
বিশেষজ্ঞরা আত্মহত্যার প্রবণতা বাড়ার জন্য অর্থনৈতিক মন্দা এবং বেকারত্বকে দায়ী করলেও গবেষণায় দেখা গেছে, অন্তরঙ্গ সামাজিক ও পারিবারিক বন্ধনের অভাব এবং তালাক আত্মহত্যার পথে ঠেলে দেয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রাখছে।
এর মধ্যে নারীদের চেয়ে পুরুষেরা বেশি ঝুঁকির মুখে আছে। কারণ, অসহায় অবস্থায় পড়ে পুরুষেরা কারো সহযোগিতা নিতে অনিচ্ছা প্রকাশ করেন। এক পর্যায়ে তারা আত্মহননের পথ বেছে নেন। বেশির ভাগই মাত্রাতিরিক্ত ড্রিঙ্ক করে চিরনিদ্রায় চলে যান।
খবরে বলা হয়েছে, ব্রিটেনে ২০১৩ সালে ৪ হাজার ৮৫৮ জন পুরুষ আত্মহত্যা করেছেন। এক্ষেত্রে নারীদের সংখ্যা ১ হাজার ৩৭৫ জন।
এতে দেখা যায় ৪৫ থেকে ৫৯ বছর বয়সী পুরুষরাই অধিকহারে আতু¥হত্যা করেছেন।