অনলাইন পেমেন্ট সিস্টেম চালু হচ্ছে ডিএসইতে
অনলাইন পেমেন্ট সিস্টেম চালু করতে যাচ্ছে দেশের প্রধান পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসইর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে প্রথমবারের মতো এই অনলাইন পেমেন্ট সিস্টেম চালু করা হচ্ছে। এই পদ্ধতি চালু হলে গ্রাহকগণ অনলাইন গেটওয়ের মাধ্যমে ডিএসইর ট্রেনিং একাডেমি কর্তৃক আয়োজিত ট্রেনিংয়ের জন্য রেজিস্ট্রেশন, ট্রেনিং ফি, পর্যায়ক্রমে ডিএসইর ট্রেড ডাটা এবং বিভিন্ন তথ্যের জন্য অর্থ অনলাইনে প্রদান করতে পারবেন। আর এজন্য গ্রাহকরা তাদের ভিসা ও মাস্টার কার্ড, ডিবিবিএল নেক্সাস কার্ড, ব্র্যাক ব্যাংক নেট ব্যাংকিং, ব্যাংক এশিয়া নেট ব্যাংকিং, বিকাশ, ডিবিবিএল মোবাইল ব্যাংকিং, কিউ-ক্যাশ ব্যবহার করে প্রদান করতে পারবেন। আর এ ক্ষেত্রে পেমেন্ট গেটওয়ে সার্ভিস প্রদানকারী কোম্পানি সূর্যমুখী লিমিটেডের ডিএসইর পেমেন্ট গেটওয়ে হিসেবে কাজ করবে।
বুধবার অনলাইন পেমেন্ট সিস্টেম কার্যক্রম চালু করার অংশ হিসেবে ডিএসইর সঙ্গে সূর্যমুখীর একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডিএসইর সচিব শেখ মোহাম্মদউল্লাহ এবং সূর্যমুখীর সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক ফিডা হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ড. স্বপন কুমার বালা, প্রধান রেগুলেটরি কর্মকর্তা এ কে এম জিয়াউল হাসান খান, মহাব্যবস্থাপক জীবন চন্দ্র দাস।