বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতালের আনুষ্ঠানিক যাত্রা শুরু

Bianibazarআনুষ্ঠানিক যাত্রা শুর করলো বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতাল। ইংল্যান্ড প্রবাসীদের উদ্যোগে গতকাল শুক্রবার বিকালে দেশের প্রথম বিশেষায়িত এ হাসপাতালের কার্যক্রম উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার সাজ্জাদুল হাসান।
বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতাল বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান সামস উদ্দিন খাঁনের সভাপতিত্বে হাসপাতালের ট্রাষ্ঠি ইকবাল হোসেন বুলবুল ও ফরহাদ হোসেন টিপুর যৌথ পরিচালনায় হাসপাতাল প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে সিলেটের বিভাগীয় কমিশনার সাজ্জাদুল হাসান বলেন, প্রবাসীরা দেশের মানুষের কল্যাণে কতটুকু আন্তরিক তার প্রমাণ বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতাল। কোটি কোটি টাকা ব্যয় করে তারা এদেশের সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা প্রদান করতে বদ্ধপরিকর।
তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা প্রদানে বাংলাদেশ তৃতীয় বিশ্বের রোল মডেল উল্লেখ করে তিনি বলেন, আমাদের স্বাস্থ্যনীতি এবং মাঠপর্যায়ে এর প্রতিফলন দেখে ভারতও আমাদের অনুস্মরণ ও অনুকরণ করছে। সরকারের সাথে সাথে কেসরকারিভাবে আরও উদ্যোক্তারা এগিয়ে আসলে সর্বক্ষেত্রে সব জটিল রোগের চিকিৎসা সেবা দেশেই সম্ভব।
বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতালের চেয়ারম্যান সামছুদ্দিন খান বলেন, হাসপাতালটি বাণিজ্যিক উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হরা হয়নি। দরিদ্ররোগীসহ সকল রোগীদের উন্নত চিকিৎসা সেবা প্রদান করা হবে। প্রয়োজনে বিলেতসহ বিশ্বেও যে কোন স্থান থেকে এ রোগের বিশেষজ্ঞ চিকিৎসক এখানে এসে সেবা প্রদান করবেন। আমারা সবে শুরু করেছি। আরও অনেক দূর আমাদের যেতে হবে। এটি একটি দীর্ঘ প্রক্রিয়া। সবার সহযোগিতায় আমরা প্রথম ধাপ সম্পন্ন করতে পেরিয়েছি।
Bianibazar2উদ্বোধন অনুষ্ঠানে হাসপাতালটির মিডিয়া পরিচালক ইকবাল হোসেন বুলবুলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান খাঁন, উপজেলা নিবার্হী অফিসার মো: তফজ্জুল হোসেন, সিলেটের সাবেক সিভিল সার্জন ডা. ফয়েজ আহমদ, সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালের সাবেক ভাইস প্রিন্সিপাল ডা. হারুন উর রশিদ, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. রুকন উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন ক্যান্সার হাসপাতালের কান্ট্রি ডাইরেক্টর তোফায়েল খান। শুভেচ্ছা বক্তব্য রাখেন হাসপাতালের সিইও এম সাব উদ্দিন। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপির পক্ষ খেকে লিখিত বক্তব্য পাঠ করেন মকসুদুল ইসলাম আউয়াল।
বোর্ড অব ট্রাষ্টিজের পক্ষ থেকে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ শাহাব উদ্দিন, আব্দুল করিম নাজিম, সেলিম উদ্দিন এফসিএ, জেপি, রউফুল ইসলাম, সোহেল আহমদ খান, উদ্দিন মিসবাহ, সলিসিটর নাসির উদ্দিন, মাছুম হোসেন, কবির উদ্দিন, হাজী আব্দুল শফিক, মনিরুল হক, মোহাম্মদ মাহতাবুর রহমান নাসির, হাজী বাজিদুর রহমান, মুজিবুর হোসেন নজরুল, ফুয়াদ আহমদ ফরহাদ, জাহিদুর রহমান, বেলাল আহমদ, আব্দুস সামাদ, নাজিম উদ্দিন, নাসির উদ্দিন, আব্দুল কুদ্দুস সাইয়স্তা, মনঞ্জুর সামাদ চৌধুরী মামুন, সাহিদুর রহমান বাবুল, শেখ মামুন উদ্দিন, সাহাব উদ্দিন চঞ্চল, মারুফ আহমদ চৌধুরী, এম এ গনি, মোহাম্মদ খলিলুর রহমান মাসুক, ডা:আলাউদ্দিন আহমদ, ডা: কবির মহামুদ, মোহাম্মদ আজিজুর রহমান, হাফিজুর রহমান, আব্দুল আলিম ফজলু, আলী আব্দুল রউফ জুয়েল, সৈয়দ আব্দুর রাজ্জাক, শামীম আহমদ, করিম মিয়া শামীম, সমিরন দাস প্রমুখ। অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মুফতি আব্দুর রহমান নিজামী।
হাসপাতালের ট্রাষ্টিরা জানান হাসপাতালের প্রাথমিক ধাপ চালু করতে পেরে তারা সন্তুষ্ট হলেও দেশে-বিদেশের মহতী ব্যক্তিদের সহযোগিতা নিয়ে ভবিষ্যতে পূর্নাঙ্গ হাসপাতালে রূপ দিতে তারা বদ্ধ পরিকর।
উল্লেখ্য গত ২০১০ সালের ৯ এপ্রিল শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বিয়ানীবাজার হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। ঠিক এক বছর পর ২০১১ সালের ২২ এপ্রিল শুরু হয় এই হাসপাতালের নির্র্মান কাজ। নির্মান কাজ শুরু হওয়ার পর থেকে প্রবাসীদের অভাবিত সাড়া পেয়েছেন হাসপাতালের উদ্যোক্তারা। দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে কাজের গতির কিছুটা বিঘ্ন হলেও শেষ পর্যন্ত সকল প্রতিকুলতাকে জয় করে শুক্রবার বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতালের উদ্বোধন করা হয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button