১৪ মার্চ ব্রিটেনে গান্ধীর ভাস্কর্য উম্মোচন

Cameronআগামী ১৪ মার্চ ব্রিটেনের ঐতিহাসিক পার্লামেন্ট স্কয়ারে স্থাপিত মহাত্মা গান্ধীর বহুল অপেক্ষিত ব্রোঞ্জ নির্মিত একটি ভাস্কর্য উম্মোচন করা হবে। রবিবার ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন এই ঘোষণা দিয়েছেন।
গান্ধী স্ট্যাচু মেমোরিয়াল ট্রাস্ট্রের সংগৃহীত তহবিল ১ মিলিয়ন পাউন্ডের মাইলফলক অতিক্রম করে যাওয়ার পর এই ঘোষণা আসল। ভারতীয় বংশোদ্ভুত ব্রিটিশ স্টিল বিজনেস টাইকুন লক্ষী নারায়ণ মিত্তাল ওই তহবিলে ১লাখ পাউণ্ড এবং ইনফোসিস বোর্ড চেয়ারম্যান কি ভি কামাথের আড়াই লাখ পাউন্ড দানের পর তা ১ মিলিয়ন পাউন্ডের মাইলফলক ছাড়িয়ে যায়।
ভারতের অর্থমন্ত্রী অরুন জেটলি গান্ধীর এই মুর্তি উম্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলা এবং ব্রিটেনের দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের পাশাপাশি সর্বশেষ গান্ধীর ভাস্কর্যটিই ব্রিটেনের ঐতিহাসিক পার্লামেন্ট চত্বরে স্থাপন করা হচ্ছে।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন বলেন, ‘ব্রিটিশ পার্লামেন্ট চত্বরে গান্ধীর ভাস্কর্য স্থাপন ভারত ও যুক্তরাজ্য উভয় দেশের ইতিহাসেই গান্ধীর গুরুত্ব তুলে ধরবে। এছাড়া এর মধ্য দিয়ে বিশ্বের সবচেয়ে পুরোনো গণতন্ত্র এবং সবচেয়ে বড় গণতন্ত্রের মধ্যকার বন্ধুত্বের সম্পর্কও দৃঢ়তর হবে।
মহাত্মা গান্ধীর গুরুত্ব সম্পর্কে বলতে গিয়ে ডেভিড ক্যামেরুন বলেন, ‘দুনিয়াকে বদলাতে হলে আগে নিজেকে বদলাতে হবে, নিজের মধ্যেই আকাঙ্খিত বদলের একটি রুপ বাস্তবায়ন করে দেখাতে হবে’ মহাত্মা গান্ধীর এই উপলব্ধি আজও খুবই প্রাসঙ্গিক এবং তরতাজা।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button