ইসলামের সমালোচনায় অস্ট্রেলিয়ার রাজনীতিবিদ
অস্ট্রেলিয়ার এক রাজনীতিবিদ এবার ইসলামকে ‘নরকের ধর্র্ম’ হিসেবে উল্লেখ করে বলেছেন, অস্ট্রেলিয়াতে মসজিদ নির্মাণ রাষ্ট্রদ্রোহিতার শামিল। রাইস আপ অস্ট্রেলিয়ান পার্টি থেকে আসা গ্রিফিফথ থেকে প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে বিবেচিত শেরলিন চার্চ বলেছেন তার নির্বাচনী এলাকায় মসজিদ নির্মাণ নিষিদ্ধ করাই হবে নির্বাচনে তার শীর্ষ অগ্রাধিকার। কুরিয়ার মেইল জানিয়েছে চার্চ বলেছেন প্রথমত, ইসলাম কোন ধর্ম নয়। এটি কেবল ইসলামিক মানসিকতার কিছু আইনমাত্র। কোন এলাকাতে মসজিদ থাকা মানে হচ্ছে সেখানকার জনগণ শরীয়াহ আইন বিশ্বাস করে এবং ইসলামের পতাকা অবশ্যই সমুন্নত থাকবে। ৬১ বছর বয়সী রাজনীতিবিদ চার্চ মনে করেন ইসলাম ধর্ম এবং গণতান্ত্রিক দেশের নাগরিকত্ব মৌলিক ভাবে সামঞ্জস্যপূর্ণ নয়। তার এ বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ব্রিজবেনের ইসলামিক কলেজের চেয়ারম্যান মোহাম্মেদ ইউসুফ। তিনি বলেছেন মৌলিকভাবে খ্রিস্টান ধর্ম এবং ইসলাম ধর্ম একই ধরনের। শরীয়া আইন অস্ট্রেলিয়ার জীবন যাপনের সঙ্গে সঙ্গতিপূর্ণ এবং এর মাধ্যমে কারও জীবনযাত্রা ব্যাহত হচ্ছে না।