পদ্মায় উদ্ধার অভিযান সমাপ্ত : নিহতের সংখ্যা বেড়ে ৬৯
পাটুরিয়া-দৌলতদিয়া রুটে পদ্মায় ডুবে যাওয়া লঞ্চ এমভি মোস্তফাকে উদ্ধার করেছে জাহাজ রুস্তম। ডুবে যাওয়ার ১৫ ঘণ্টা পর রবিবার রাত ৩টার দিকে লঞ্চটিকে তীরে টেনে তোলা হয়। এ ঘটনায় এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৯ জনে। তবে এখনো নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন।
এদিকে সোমবার সকাল সোয়া ১০টার দিকে উদ্ধার অভিযান প্রাথমিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়েছে। তবে কয়েকদিন ধরে লাশের খোঁজে অভিযান চলবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
রবিবার দুপুর পৌনে ১২টার দিকে কার্গো জাহাজের ধাক্কায় শতাধিক যাত্রী নিয়ে মাঝ পদ্মায় ডুবে যায় যাত্রীবাহী লঞ্চ এমভি মোস্তফা। এ সময় ২৫ থেকে ৩০ জন যাত্রী তীরে উঠে আসেন। এদের মধ্যে কয়েকজনকে শিবালয় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হলে সেখানে এক শিশুর মৃত্যু হয়।
এদিকে ডুবে যাওয়া লঞ্চের হতভাগ্য নিহত যাত্রীদের সংখ্যা বেড়ে ৬৯ হয়েছে। সোমবার সকাল পর্যন্ত এ সব লাশ উদ্ধার করা হয়। এ পর্যন্ত উদ্ধার হওয়া যাত্রীদের মধ্যে ২৪ নারী, ১৫ শিশু এবং ৩০ জন পুরুষ রয়েছেন।
জেলা প্রশাসন থেকে জানানো হয়, উদ্ধার হওয়া লাশগুলোর মধ্যে ৫৬ জনকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়ছে।